|
কংগ্রেস ছেড়ে কীর্তি আজাদের তৃণমূলে যোগদান!
কংগ্রেস ছেড়ে কীর্তি আজাদের তৃণমূলে যোগ দিতে পারেন মঙ্গলবারই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এর ফলে গো-বলয়েও যে তৃণমূল কংগ্রেস ইউনিট গড়তে চলেছেন, তাও স্পষ্ট হতে শুরু করেছে। দিল্লি গিয়ে কংগ্রেসকে বড়সড় ধাক্কা দিতে চলেছে তৃণমূল। মমতার এই অবস্থানে বিরোধী ঐক্য ফের প্রশ্নের মুখে দাঁড়াতে চলেছে।
কংগ্রেসে ভাঙন ধরাতে তৎপর তৃণমূল সুপ্রিমো
মঙ্গলবার কীর্তি আজাদ দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উত্তরপ্রদেশ নির্বাচনের আগে দু-বারের সাংসদকে দলে নিয়ে কংগ্রেসে ভাঙন ধরাতে তৎপর তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যে জাতীয় স্তরের একাধিক নেতাকে দলে নিয়েছে তৃণমূল। সুস্মিতা দেব, লুইজিনহো পেলেইরোর মতো নেতারা কংগ্রেস ছেড়ে এসেছেন তৃণমূলে। এবার জাতীয় স্তরের আর এক নেতা কীর্তি আজাদের দিকে হাত বাড়াল তৃণমূল।
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন কীর্তি
২০১৯ লোকসভা নির্বাচনের আগে তিনিবিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসের টিকিটে তিনি ধানবাদ কেন্দ্র থেকে লড়েছিলেন। কিন্তু ৪.৮ লক্ষ ভোটের ব্যবদানে তিনি হার মানেন বিজেপি প্রার্থীর কাছে। এর আগে তিনি দুবার সাংসদ নিযুক্ত হন বিজেপির টিকিটে। তিনি ২০১৪ সালে বিহারের দ্বারভাঙা থেকে নির্বাচিত হয়েছিলেন।
২০১৫ সালে বিজেপি থেকে সাসপেন্ড হন কীর্তি
এরপর ২০১৫ সালে তিনি বিজেপি থেকে সাসপেন্ড হন। তিনি দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়শনের দুর্নীতি নিয়ে প্রকাশ্যে অরুণ জেটলির হয়ে মুখ খুলেছিলেন। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়। এরপর তিনি কংগ্রেসের দিকে ঝোঁকেন। কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকার পর তিনি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন।
কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদও বিজেপি ছাড়েন
তার আগেই কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ বিজেপি ছেড়ে যোগ দেন আম আদমি পার্টিতে। ২০১৬ সালে তিনি আম আদমি পার্টিতে যোগ দেওয়া পরের বছরই অর্থাৎ ২০১৭ সালে কংগ্রেসে যোগ দেন। তারও পরে কীর্তি কংগ্রেসে আসেন। কিন্তু কংগ্রেসের হয়ে তাঁর ভাগ্য খোলেনি। তিনি ধানবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে গোহারা হারেন।
বিজেপি ছেড়ে কংগ্রেসে, এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে
কীর্তি আজাদ ভারতের হয়ে ৭টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। প্রাক্তন এই ক্রিকেটার রাজনৈতিক যাত্রা শুরু করেন বিজেপির হাত ধরে। বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে আসেন। এখন আবার তাঁর তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রবল।