দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। হঠাৎ করে শীতকালীন অধিবেশনের আগে কেন দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী এই নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। মনে করা হচ্ছে মোদী সরকারের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তের পর রাজনৈতিক রণকৌশল নির্ধারণে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর এই দিল্লি সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। আজই দলের সংসদীয় কমিটির সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর সঙ্গে বৈঠক
সূত্রের খবর আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আম্ফান ও ইয়াসের ক্ষতিগ্রস্ত বাংলার জন্য আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু এখনও পর্যন্ত পরিস্থিতি টাকা বকেয়া পড়ে রয়েছে। টাকা এসে পৌঁছয়নি রাজ্যের কাছে। েসই বকেয়া টাকার দাবিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি সাক্ষাত করবেন বলে জানা গিয়েছে। এরকম একাধিক দাবি দাওয়া রয়েছে রাজ্যের সেগুলি নিয়ে কথা বলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় উত্তেজনা
গতকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। তার আগে তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষকে। থানার বাইরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকেও মারধর করা হয় বলে অভিযোগ। আজই সকালে ত্রিপুরা উড়ে গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আজ সেখানে যাওয়ার কথা। কিন্তু ত্রিপুরা পুলিশ কিছুতেই তাঁকে সেখানে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শাহের দরবারে তৃণমূল
ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কােছ নালিশ জানাতে পারেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সংসদীয় কমিটির বৈঠক করবেন তিনি। সেখানেই ত্রিপুরা নিয়ে পরবর্তী রণকৌশল নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর। এদিকে আজই ত্রিপুরার ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা দিল্লিতে ধর্নায় বসছেন বলে খবর। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সময় চেয়েছেন তিনি। সেখানে বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাবেন তাঁরা। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে অভিযোগ জানানোর সিদ্ধান্তও নিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।