• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি ২০ সিরিজ জয়ের কারণ বিশ্লেষণে রোহিত, আইয়ারকে নিয়ে বিশেষ পরিকল্পনা

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ব্যর্থতা অতীত। টি ২০ বিশ্বকাপের রানার-আপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি ২০ সিরিজ জিতেছে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণাধীন ও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। এরই মধ্যে দিয়ে শুরু হয়ে গেল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপের পরিকল্পনা। তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট ভারত অধিনায়ক রোহিত শর্মা জানালেন, নিজেদের মেলে ধরার পর্যাপ্ত সুযোগ সকলেই পাবেন। ভারতও তৈরি হচ্ছে সেরা কম্বিনেশন নিয়ে আগামী বছরের বিশ্বকাপে নামতে।

ভারতের টি ২০ সিরিজ জয়ের কারণ বিশ্লেষণে রোহিত

কোন ম্যাজিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করে সিরিজ জয় সম্ভব হলো তা জানতে চাওয়া হয়েছিল রোহিত শর্মার কাছে। ভারত অধিনায়ক বলেন, দ্বিপাক্ষিক সিরিজে যে যে বিষয়গুলি দেখে নেওয়ার সুযোগ থাকে সেগুলি আমরা চিহ্নিত করেছি। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে অধিনায়ক হিসেবে দলে স্বাস্থ্যকর পরিবেশ তৈরির চেষ্টা করছি। তরুণ ক্রিকেটারদের এমনভাবে ভরসা দেওয়া হচ্ছে যাতে তাঁরা নিজেদের জায়গা নিয়ে চিন্তিত না থেকে খোলা মনে ভয়ডরহীন খেলা চালিয়ে যেতে পারেন।

ভারত অধিনায়ক জানিয়েছেন, প্রথমেই ক্রিকেটারদের বলে দিয়েছি, যদি দলের জন্য কেউ নিজেকে উজাড় করে দেন তাঁর সেই প্রচেষ্টা আমাদের নজর এড়াবে না। চাপ আত্মস্থ করতে এগিয়ে এসে দলের জন্য কেউ কিছু করলে তার স্বীকৃতি মিলবে। একজন কোচ ও অধিনায়কের এটা দায়িত্ব সকলকে বুঝিয়ে দেওয়া যে, তাঁরা দলের জন্য কী করছেন সেটা আমরা নজরে রাখছি। এতে যেটা সুবিধা হবে তা হলো, প্রয়োজনে ঝুঁকি নিয়েও খেলতে গিয়ে যদি ব্যর্থতা আসে তাহলেও ওই ক্রিকেটারের পাশে থাকব যদি আমরা এই বিশ্বাসে উপনীত হই দলের জন্য ওই ক্রিকেটার যা করেছেন তা দলের জন্য করতে গিয়েই।

ভারতের টি ২০ সিরিজ জয়ের কারণ বিশ্লেষণে রোহিত

সদ্যসমাপ্ত সিরিজে হর্ষল প্যাটেল ও ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হয়েছে। চার বছরে একটি টি ২০ খেলা অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে আস্থার মর্যাদা দিয়েছেন। তবে এবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রাহক ঋতুরাজ গায়কোয়াড় যেমন সুযোগ পাননি, তেমনই আবেশ খানের অভিষেকও হয়নি। তরুণদের পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা বলেন, যাঁরা সুযোগ পাননি তাঁরাও ভালো খেলেই দলে এসেছেন। ভারতে যে ট্যালেন্ট পুল রয়েছে তা থেকে ক্রিকেটার বাছাই সহজ নয়। কেন না, এগারোজনই মাঠে নেমে খেলার সুযোগ পান। তবে আগামী টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি পর্যায়ে প্রতিভাবান সকলেই যাতে সুযোগ পান সে ব্যাপারে আশ্বাস দিয়েছেন রোহিত।

ভেঙ্কটেশ আইয়ার গতকাল ইডেনে বোলিং করেছেন, উইকেটও পেয়েছেন। তাঁকে পাঁচ থেকে সাতে ব্যাট করানোর কথাই ভাবছে টিম ম্যানেজমেন্ট। ভেঙ্কটেশকে উজ্জ্বল প্রতিভা বলে উল্লেখ করে রোহিত বলেন, আইয়ার ফ্র্যাঞ্চাইজিতে টপ অর্ডারে খেললেও আমরা তাঁকে পাঁচ থেকে সাতে খেলানোর পরিকল্পনা করছি, যা তাঁর পক্ষে কঠিন হতে পারে। তবে ইডেনে তিনি যেভাবে খেলেছেন তাতে সন্তুষ্ট রোহিত। আপাতত আইয়ারকে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ দেওয়ার বিষয়টি পাকা হয়ে গিয়েছে।

ভারতের টি ২০ সিরিজ জয়ের কারণ বিশ্লেষণে রোহিত

বোলিং বিভাগের প্রশংসার পাশাপাশি দলের ফিন্ডিং নিয়েও সন্তুষ্ট রোহিত। ভারত অধিনায়ক বলেন, দলের পাঁচ বোলার যদি ভালো বল করেন তাহলে ষষ্ঠ বা সপ্তম বোলারের দরকার পড়ে না। তবে অপশন থাকলে ভালোই। এই সিরিজে বোলিং আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে ১৬০-এর মধ্যে আটকানো গিয়েছে ভালো শুরুর পরেও। ফিল্ডিং করার সময় সব সময় ভাবি রান বাঁচানোর কথা। আমরা নিউজিল্যান্ড সিরিজে ভালো ফিল্ডিং করেছি। ইডেনে দুটি রান আউট করা গিয়েছে। তাছাড়া তিন ম্যাচে আমরা অন্তত ১৫ রান ফিল্ডিংয়ে বাঁচিয়েছি।

English summary
Rohit Sharma Says We Are Trying To Create Healthy Atmosphere Giving Younger Players Security. Indian Captain Impressed With Venkatesh Iyer's Performance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X