উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
এদিন আলিপুরদুয়ার জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হাল্কা বৃষ্টি হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ির কোনও কোনও জায়গায়। অন্যদিকে কোচবিহারে ঘন কুয়াশা দেখা গিয়েছে। এদিন সমতলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পুণ্ডিবাড়িতে, ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন বিকেলে জানানো হয়েছে, ২৪ নভেম্বর অর্থাৎ বুধবারের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রা আগামী ৩-৪ দিনে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩০.৬ (৩০.১)
বালুরঘাট ২৮.৬ (২৯)
বাঁকুড়া ৩১ (৩০.৬)
ব্যারাকপুর ৩১.৮ (২৭.৬)
বহরমপুর ২৭.৬ (২৭.৬)
বর্ধমান ৩১ (২৯.৪)
ক্যানিং ৩১ (২৯.৬)
কোচবিহার ২৭.১ (৩০.৬)
দার্জিলিং ১৪.৮ (১৩)
দিঘা ৩২.৩ (৩১.৬)
কলকাতা ৩২.৪ (৩০.৫)
মালদহ ২৯ (২৮.৫)
পানাগড় ৩১.৫ (২৯.৯)
পুরুলিয়া ৩০.৩ (২৯.৭)
শিলিগুড়ি ২৭.৭ (২৮.১)
শ্রীনিকেতন ৩১.৪ (২৯.৪)
শৈত্যপ্রবাহের পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা আগামী ৪-৫ দিনে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে তামিলনাডু উপকূলের দিকে অগ্রসর হবে। একটি অক্ষরেখাও অবস্থান করছে ঘূর্ণাবর্তের অবস্থানস্থল থেকে তামিলনাড়ুর উপকূল পর্যন্ত। এর প্রভাবে আগামী ৫ দিন কর্নাটক, কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২৫ ও ২৬ নভেম্বর নাগাদ তামিলনাড়ু, পুদুচেরি এবং কাড়াইকালের কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে আগামী ২ দিনে পঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থানের কোনও কোনও জায়গায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।