আবহাওয়ার খবর: মেঘ কাটলেই জাঁকিয়ে শীত, সুখবর শোনাল হাওয়া অফিস

বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি। তারপরেই কাটবে মেঘ। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত পড়বে শহরে। এমনই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছিল। আকাশে মেঘ থাকার কারণেই এই তাপমাত্রার বৃদ্ধি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বঙ্গোপগাসরে ঘনীভূত নিম্নচাপের কারণে সোমবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে কলকাতাতেও।

বৃষ্টির ভ্রুকুটি

সকাল থেকে মেঘলা আকাশ। বাড়ল তাপমাত্রার পারদ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিেত আগামিকাল আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আকাশে মেঘ থাকার কারণে শীতের আমেজ অনেকটাই চলে গিয়েছে। গত কয়েকদিন ধরে যে হিমেল হাওয়া শহরে দেখা দিয়েছিল সেটা অনেকটাই কমে গিেয়ছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ কারণে পূবালি হাওয়ার দাপটে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেকারণে আবহাওয়ার জলীয়বাস্পের পরিমান বাড়তে শুরু করেছে। তার জেরেই শীতের হিমেল পরশ উধাও হয়ে গিয়েছে হঠাৎ করে।

কোন কোন জেলায় বৃষ্টি

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পূবালি হাওয়ার দাপট বাড়ছে রাজ্যে। প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকতে শুরু করেেছ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে কলকাতা সহ রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে চলবে বৃষ্টি। মঙ্গল এবং বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কারণ নিম্নচাপটি ক্রমশ অন্ধ্র উপকূলের দিকে সরে যাচ্ছে। গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণ শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে। কমপক্ষে ২৪ জন মারা গিয়েছেন। নিখোঁজ ১৭ জনেরও বেশি। ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। কেরল এবং তামিলনাড়ুতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কবে থেকে শীত

নভেম্বরের মাঝামাঝি পেরিয়ে গিয়েছে তারপরেই তেমন শীতের দেখা নেই। সকাল বিকেল একটু শীতের আমেজ দেখা দিচ্ছে এই পর্যন্ত। বারবার নিম্নচাপের কারণে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যার জন্য জাঁকিয়ে শীত পড়ছে না রাজ্যে। এদিকে হাওয়া অফিস জাঁকিয়ে শীত পড়া নিয়ে সুখবর শুনিয়েছে। আবহাওয়া বিদরা জানিয়েছেন নিম্নচাপের মেঘ কাটলেই রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে। কারণ মেঘ কেটে গেলেই উত্তুরে হাওয়ার প্রবেশে কোনও বাঁধা থাকবে না। বুধবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে রাজ্যের জেলাগুলিতে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ১৬ থেকে ১৮ ডিগ্রিতেও নেমে যেতে পারে। এরসঙ্গে আরও একটিু সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। এই ঠান্ডা বেশ অনেকদিন স্থায়ী হবে।

প্রবল বৃষ্টির পূর্বাভাস অন্ধ্রে

বঙ্গে ছিঁেটফোঁটা বৃষ্টি হলেও দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অন্ধ্র প্রদেশ ইতিমধ্যেই প্রবল বর্ষণে বিপর্যস্ত। ভাসছে সেখানকার একাধিক এলাকা। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অন্ধ্র্র প্রদেশে গত কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপাত হতে পারে কর্ণাটক, রায়ালাসিমা, তামিলনাডু, পুদুচেরি ও করাইকালে, জানা গিয়েছে এমনটাই।

More WEATHER News  

Read more about:
English summary
Weather update new of Kolkata