আজ ইডেনে ম্যাচ
আজ ইডেনে ভারত নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। সকাল থেকেই ক্রিকেট জ্বরে কাঁপছে বাংলা। ম্যাচ শুরুর ঘণ্টা খানের আগে থেকেই ইডেনের রাস্তায় শুরু হবে যান নিয়ন্ত্রণ। করোনা পরিস্থিতির মধ্যে দর্শক নিয়ে মাঠে এই প্রথম ক্রিকেট ম্যাচের আয়োজন ইডেনে।
রাজস্থানে নতুন মন্ত্রিসভার শপথ
আজ রাজস্থানে শপথ নেবে নতুন মন্ত্রিসভার সদস্যরা। একেবারে সুনির্দিষ্ট পরিকল্পনা করে করা হয়েছে নতুন মন্ত্রিসভার সদস্য চয়ন। অশোক গেহলট এবং সচিন পাইলটের কথা মাথায় রেখেই নির্দিষ্ট ভাবে করা হয়েছে এই পরিকল্পনা।
তৃণমূল কংগ্রেস নেতা খুন
ক্যানিংয়ের নিকারিঘাটায় বাড়ির সামনেই তৃণমূল নেতাকে গুলি। এসএসকেএমে নিয়ে এলে ভোররাতে মৃত্যু। নিহত অঞ্চল সভাপতির নাম মহরম শেখ। ‘তিনটি বাইকে চেপে ৮-৯ জন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়'। মাথায়, পেটে ও কাঁধে গুলি লাগে। মাসতিনেক আগেও হামলা চালানো হয় মহরম শেখের উপর। স্থানীয় দুই দুষ্কৃতী রফিক শেখ ও মিঞা রউফের নেতৃত্বে হামলার অভিযোগ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি পুলিশর।
ভাসছে অন্ধ্র
প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্র প্রদেশ। কমপক্ষে ২৪ জনের মৃত্যু। নিখোঁজ কমপক্ষে ১৭ জন। উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল।