কেরালা ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে এবারের আইএসএল অভিযান গতকাল শুরু করেছে এটিকে মোহনবাগান। আজ বেঙ্গালুরু এফসিও নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারাল একই ব্যবধানে। ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু। আইএসএলে কোচিংয়ে প্রথম ম্যাচেই খালিদ জামিলকে ফিরতে হল শূন্য হাতে।
ব্যাম্বোলিমের জিএমসি অ্যাথলেটিক স্টেডিয়ামে আজকের ম্যাচ হল প্রবল বৃষ্টির মধ্যেই। প্রথমার্ধেই হয় পাঁচটি গোল। ১৪ মিনিটের মাথায় ক্লেইটোন সিলভার গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। উদান্তা সিংয়ের বাড়ানো বল ধরে অনবদ্য নিয়ন্ত্রণে জালে জড়াতে কোনও ভুল করেননি এই ব্রাজিলিয়ান। ১৭ মিনিটে সমতা ফেরান দেশোর্ন ব্রাউন। ডিফেন্স থেকে পাওয়া বল ধরে বাঁদিক থেকে তা বক্সে বাড়ান সুহের, বেঙ্গালুরুর ডিফেন্সকে বোকা বানিয়ে তা জালে জড়ান ব্রাউন।
২২ মিনিটের মাশুর শেরিফের আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে নর্থইস্ট। আশিক কুরুনিয়ানের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে তিনি শট নেন, শুভাশিস রায় তা বাঁচিয়ে দিলেও তারপরই আত্মঘাতী গোল করে বসেন শেরিফ। যদিও তিন মিনিট পর ফের নর্থইস্ট ইউনাইটেডকে সমতায় ফেরান মাথাইয়াস কুরিউর।এই গোলের পিছনেও ছিল সুহেরের অবদান। ৪২ মিনিটে ফের বেঙ্গালুরু এফসি এগিয়ে যায় জয়েশ রানের গোলে। ৮১ মিনিটে প্রিন্স ইবারা বেঙ্গালুরু এফসির জয়ের ব্যবধান বাড়ান।
এদিনের ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে ছিল নর্থইস্ট। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখেই খেলে বেঙ্গালুরু, আত্মবিশ্বাসের ছাপও ছিল অনেকটাই বেশি। প্রচুর পাস খেলেছে। দ্বিতীয়ার্ধে নর্থইস্টের খেলা প্রথমার্ধের ধারেকাছে পৌঁছায়নি। নর্থইস্টকে এতটুকু জায়গা ছাড়েনি বেঙ্গালুরু এফসি, তাদের জয়ের ব্যবধান বাড়তেও পারত। এর আগে নর্থইস্টের বিরুদ্ধে শেষ দশটি সাক্ষাতে পাঁচটিতেই জয়লাভ করেছিল বেঙ্গালুরু। চারটি ড্র হয়েছিল। তবে খালিদ জামিলের কোচিংয়েও ভাগ্য বদল হল না নর্থইস্টের। প্রথম ম্যাচে আধিপত্য বজায় রেখেই তিন পয়েন্ট নিশ্চিত করলেন সুনীল ছেত্রীরা। ২৪ নভেম্বর তাঁদের সামনে ওডিশা এফসি। পরের দিনই নর্থইস্ট খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ম্যাচের সেরা হয়েছেন উদান্তা।