দুয়ারে পুরসভা
দুয়ারে সরকারের আদলে ২৬ নভেম্বর থেকে মেদিনীপুরে শুরু হচ্ছে দুয়ারে পুরসভা । মাসে একদিন করে বিভিন্ন ওয়ার্ডে যাবেন পুর আধিকারিকরা। শুনবেন সমস্যার কথা। ভোট না করিয়ে মানুষকে বোকা বানাতে কর্মসূচি, কটাক্ষ করেছে বিরোধীরা। এদিকে আবার জানুয়ারি মাস থেকেই গোটা রাজ্যে ফের শুরু হতে চলেছে দুয়ারে পুরসভা প্রকল্প।
কুপন সংগ্রহ
দুর্গাপুরে দু'টি কমিটির নামে বিভিন্ন দামের কুপন ছাপিয়ে চলছে টাকা সংগ্রহ। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের মদতেই বাস, ট্যাক্সি, অটো ও টোটো থেকে তোলা আদায় অভিযোগ উঠেছে। এনিয়ে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি। যদিও তোলাবাজির অভিযোগ মানতে চাননি কাউন্সিলর।
নাকা চেকিং শহরে
দীর্ঘদিন পর পুলিশের নাকা চেকিংয়ে ফিরল ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার। করোনা কালে বন্ধ ছিল এই যন্ত্রের ব্যবহার। তবে ধীরে ধীরে আবারও শহর কলকাতা-সহ গোটা রাজ্যই যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, তখন শহরের নাকাচেকিংয়ে ফিরল ব্রেথ অ্যানালাইজারের ব্যবহারও। মদ্যপান করে কেউ গাড়ি চালাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। রক্তে অ্যালকোহলের শতকরা পরিমাণ মাপা হয় এই যন্ত্রের সাহায্যে। ধরা পড়লে বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়। শুক্রবার রাতেও তার ব্যতীক্রম হল না। কলকাতার পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, লাউডন স্ট্রিট, গড়িয়াহাট, পাটুলি, ইএমবাইপাস-সহ শহরজুড়ে চলছে নাকা চেকিং ও ব্রেথ অ্যানালাইজার দিয়ে পরীক্ষা।
কয়েক ঘণ্টার জন্য প্রেসিডেন্ট বাইডেন
দেশের ইতিহাসে তিনিই প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও। ভারতীয় বংশোদ্ভূত সেই কমলা হ্যারিসের হাতেই সাময়িক ভাবে মার্কিন মুলুকের দায়িত্ব তুলে দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন । অর্থাৎ, কিছু সময়ের জন্য হলেও মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা থাকবে কমলা হ্যারিসের হাতে । হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আসলে, কিছুই আচমকা নয়। পুরোটাই পরিকল্পনামাফিক ভাবে ঘটতে চলেছে।