আইএসএলে জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্টই চাইছে এসসি ইস্টবেঙ্গল, দিয়াজের বড় অস্ত্র চিমা?

এটিকে মোহনবাগান চার-দুই গোলে জয় ছিনিয়ে আইএসএল অভিযান শুরু করেছে। কাল, রবিবার তিলক ময়দানে অভিযান শুরু এসসি ইস্টবেঙ্গলের। ২৭ নভেম্বরের ডার্বির আগে আর ম্যাচ নেই লাল হলুদের। ফলে এটিকে মোহনবাগানের মুখোমুখি হওয়ার আগে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়েই আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে মুখিয়ে এসসি ইস্টবেঙ্গল।

𝙊𝙉𝙀 𝙈𝙊𝙍𝙀 𝙎𝙇𝙀𝙀𝙋!

Final training session before the first game✅.

We are ready to kickstart our 2021/22 #HeroISL campaign against Jamshedpur FC.#TorchBearers, we know that you are right behind us! 👊#SCEBJFC #JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব 🔴🟡 pic.twitter.com/fEkIrHmZpy

— SC East Bengal (@sc_eastbengal) November 20, 2021

লাল হলুদের অধিনায়ক গোলকিপার অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগান থেকেই লাল হলুদে এসেছেন। গত আইএসএলের গোল্ডেন গ্লাভ পেয়েছিলেন অরিন্দম, ১০ ম্যাচে একটিও গোল হজম করেননি, ৫৯টি সেভ করেছিলেন। ২৩ ম্যাচে মাত্র ১৯টি গোল হয়েছে অরিন্দমকে পরাস্ত করে। লাল হলুদে যেমন এবার নতুন অধিনায়ক, তেমন নতুন কোচ। ফুটবলারও অনেক বদল হয়েছে। প্রস্তুতি ম্যাচে দল যেভাবে খেলেছে তাতে আত্মবিশ্বাসী কোচ মানুয়েল দিয়াজ। গত মরশুমের ব্যর্থতার কথা জানেন, তবে তাঁর অভয়বাণী এবার তার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেছেন, এটা নতুন মরশুম, নতুন দল, নতুন কোচ। আপাতত প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেওয়াতেই মনোনিবেশ করছি। ডার্বি নিয়ে ভাবছি না। প্রথম ম্যাচেই আমাদের আত্মবিশ্বাস জোগাড় করে নিতে হবে। দীর্ঘ প্রস্তুতির পর আশা করি, ভালোই খেলব।

pic.twitter.com/rYUvEXUQtP

— SC East Bengal (@sc_eastbengal) November 20, 2021

ভারতে প্রথমবার কোচিং করানোর অভিজ্ঞতাও এখনও অবধি সুখকর দিয়াজের কাছে। তাঁর কথায়, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। স্পেনে সব স্তরের ফুটবলে কাজ করে এসেছি। ফলে আশা রয়েছে ভালো কিছুরই করার। লাল হলুদের খেলায় স্প্যানিশ ছোঁয়া থাকবে কিনা তার উত্তরে দিয়াজ বলেন, আমাদের খেলোয়াড়দের কার কী দক্ষতা, তা জেনে-বুঝে নিয়েছি। যে দল হাতে আছে, তাতে বিভিন্ন স্টাইলেই আমরা খেলতে পারব। প্রতি ম্যাচেই বিভিন্ন ফর্মেশন, বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন হয়তো দেখা যাবে। প্রতিপক্ষ জামশেদপুর এফসি দলে কিছু পরিবর্তন হয়েছে ঠিকই। তবে গতবারের বেশির ভাগ ফুটবলারকেই ওরা ধরে রেখেছে। তাই গতবারের মতোই খেলতে পারে জামশেদপুর। আমরা জানি আমাদের কী করতে হবে। ফুটবলাররা নিজেদের সেরাটা দিতেই প্রস্তুত।

(ছবি- এসসি ইস্টবেঙ্গল টুইটার)

ইস্টবেঙ্গলের সঙ্গে সমার্থক চিমা। কাল অন্য এক চিমাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফুটবল-ভক্তরা। ড্যানিয়েল চিমা চুকউ সম্পর্কে দিয়াজ বলেন, চিমার স্কিল সম্পর্কে আমার ধারণা হয়েছে। তিনি খুব ভালো ফুটবলার। নিজে যেমন গোল করবেন, তেমনই সতীর্থদের গোল করতেও সাহায্য করবেন। ফলে চিমার মতো একজনকে এই দলে পেয়ে ভালো লাগছে। পুরো দলকে চিমার পাশে থাকতে হবে। তাহলেই তাঁর খেলায় উন্নতি পরিলক্ষিত হবে। চার বিদেশি থাকবেন প্রথম একাদশে। তাঁরাই ফারার গড়ে দেবেন বলে ধারণা দিয়াজের। তবে কাজটা যে কঠিন সেটাও মানছেন। একইসঙ্গে দিয়াজ জানিয়েছেন, দলে ভারতীয় ফুটবলাররাও ভালো। আমাদের কাছে এটাই আমাদের সেরা দল। এই দল নিয়েই এগোতে হবে এবং সব বিভাগে উন্নতি করতে হবে। স্প্যানিশ কোচেরা ভারতে সাফল্য পাচ্ছেন। অজুহাত খাড়া করায় বিশ্বাসী নন দিয়াজ, তিনি নিজেও নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।

More JAMSHEDPUR FC News  

Read more about:
English summary
SC East Bengal Set To Start Their ISL Campaign Against Jamshedpur FC At Tilak Maidan In Goa. Coach Manuel Diaz Confident Of Good Show.
Story first published: Saturday, November 20, 2021, 19:56 [IST]