দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসছে ইডেন গার্ডেন্সে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে রাজ্য সরকার ৭০ শতাংশ দর্শকাসন ভর্তি রাখার অনুমতি দিয়েছে। টিকিটের হাহাকার। ভারতীয় দলের সঙ্গে টি ২০ বিশ্বকাপের রানার-আপদের স্বাগত জানাতে প্রস্তুত ক্রিকেটের নন্দনকানন। আজ বিকেলে ইডেনে গিয়ে সরেজমিনে প্রস্তুতি খতিয়ে দেখলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার ইডেন বেল বাজাবেন তিনিই।
সৌরভ ইডেনে যাওয়ার আগে বিকেলে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-র নেতৃত্বে কলকাতা পুলিশের আধিকারিকরা ইডেন পরিদর্শনে যান। যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখার সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া-সহ সিএবি আধিকারিকরা। সৌরভ ইডেনে ঢুকে প্রথমেই চলে যান পিচের কাছে। সেখানে তখন ছিলেন প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়। সৌরভ তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়-সহ সিএবির পদস্থ আধিকারিকরা। কালই শহরে এসে পৌঁছাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড দল। তবে কোনও দল অনুশীলন করবে না। সাংবাদিক বৈঠকও হবে না বলে জানিয়েছে সিএবি। রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে খেলা দেখতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শিশিরের মোকাবিলা করতে সবরকম ব্যবস্থা থাকলেও জয়পুর ও রাঁচির মতোই ইডেনেও রান তাড়া করতে পছন্দ করবে টসজয়ী দল। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ও রোহিত শর্মার নেতৃত্বে প্রত্যাশিতভাবেই ভালো খেলছে ভারত। ইডেনে দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেট হবে। মাঠে দর্শকরা থাকবেন সেটা খুব ইতিবাচক দিক। আগামী বছরের আইপিএলও ভারতেই হবে। বিসিসিআই সভাপতির এই আশ্বাস নিশ্চিতভাবেই ক্রিকেটপ্রেমীদের কাছে খুশির খবর।
ইডেন গার্ডেন্সে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলেছে ভারত। ২০১১ সালের ২৯ অক্টোবর ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল ৬ উইকেটে। ২০১৫ সালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যায়। ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছিল ৬ উইকেটে। সেই ম্যাচটি হয়েছিল মার্চের ১৯ তারিখ। ২০১৮ সালে ইডেনে শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছে ভারত। ৪ নভেম্বরের সেই ম্যাচে ভারত জিতেছিল ৫ উইকেটে। মোট সাতটি টি ২০ আন্তর্জাতিক এখানে খেলা হয়েছে। মাত্র দুটিতে প্রথমে ব্যাট করা দল জিতেছে। টি ২০ বিশ্বকাপে বাংলাদেশকে পাকিস্তান হারিয়েছিল ৫৫ রানে। টি ২০ বিশ্বকাপের ম্যাচেই নিউজিল্যান্ড বাংলাদেশকে হারায় ৭৫ রানে। ২০১৯ সালের নভেম্বর মাসেই ইডেনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গোলাপি বলে দিন-রাতের টেস্টে তিন দিনের মধ্যেই বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে হারিয়েছিল ভারত। গত বছর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ইডেনে একদিনের আন্তর্জাতিক হওয়ার কথা থাকলেও সেই ম্যাচটি করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছিল। ইডেনে ভারত শেষ ওয়ান ডে খেলেছে ২০১৭ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ভারত জিতেছিল ৫০ রানে। গোটা সিরিজের ধারা অব্যাহত রেখে শীতের রাতে ইডেন ম্যাচেও শিশির পড়বে। ফলে নিশ্চিতভাবেই ফিল্ডিংই নেবেন টসজয়ী অধিনায়ক।