বাংলায় সংক্রমণের হার কমলেও টানা তিনদিন বাড়ল সক্রিয়, একনজরে পরিসংখ্যান

বাংলায় করোনা সংক্রমণের হার ২-এর নিচে নামলেও টানা তিনদিন বাড়ল সক্রিয়। করোনা পরীক্ষা বেড়ে ৪৪ হাজারের উপরে পৌঁছে গিয়েছে বাংলায়। আর দৈনিক করোনা সংক্রমণ পৌনে ৯০০-র মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ফলে সংক্রমণের হার কমে ২ শতাংশের নিচে নেমে গিয়েছে। কিন্তু তিনদিনভর করোনা সক্রিয় বাড়ছে বাংলায়। দৈনিক সংক্রমণের থেকে করোনামুক্তের সংখ্যা অনেকটাই কম। তবে কমেছে মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩৬৪। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৯৮ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৮ হাজার ৩৯৩ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ১০৭ জন। এদিন ৩৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮৭৭ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৩৩ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৮০ হাজার ৯২২ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৯ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৯ লক্ষ ৩৩ হাজার ১৫৩। ১৫৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২১৪৭৯। এদিন টেস্টিং হয়েছে ৪৪৩২২ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৯৮ শতাংশ।

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ২৬ হাজার ২০৪ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৪৫৩ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৭৫১ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৬২ লক্ষ ৫৯ হাজার ৩৩৩ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৮ লক্ষ ৭৯ হাজার ৪৩০ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৫৩ লক্ষ ৭৯ হাজার ৯০৩ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৬৭১৯। এদিন ২৪২ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩১৯৩৪ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৭৬ জন বেড়ে হয়েছে ১০২২৪৬। হাওড়ায় আক্রান্ত ৯৯৯৯০। এদিন আক্রান্ত হয়েছেন ৭৩ জন। হুগলিতে ৭৪ জন বেড়ে আক্রান্ত ৮৭৫৩৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ২৫০-র সামান্য নিচে করোনা সংক্রমণ কলকাতায়, ১৫০-এর উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৭০-এর ঊর্ধ্বে। বাকি ১৮ জেলায় ৪০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পংয়ে। ৬ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৯ জন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus active cases hiked after decreasing positivity rate in West Bengal. Corona’s active case decreased again,