ভারতভ্রমণ আশঙ্কার, বলছে USA, লেভেল-২ তে রাখল দেশের পর্যটনকে
ভারতে ঘুরতে গেলে সন্ত্রাসবাদী হামলা থেকে শুরু করে ধর্ষণ বড়সড় চিন্তার কারণ। এবার ভারতভ্রমণে ইচ্ছুক দেশের নাগরিকদের এমনই আশঙ্কার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ভারতকে পর্যটনকেন্দ্র হিসেবে লেভেল-২ তে রেখেছে সেই দেশের প্রশাসন।

বিশ্বের যেকোনও দেশে ঘুরতে যাওয়ার আগে নাগরিকদের মন্ত্রণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। গন্তব্য দেশটির খুঁটিনাটি সম্পর্কে যাতে ওয়াকিবহাল থাকেন পর্যটকরা, তার জন্যই এই পদক্ষেপ। এবার ১৫ নভেম্বর তেমনই একটি মন্ত্রণা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য বিভাগ। সেখানে ভ্রমণকারীদের ভারতে অতিরিক্ত সাবধান থাকতে বলা হয়েছে। জানানো হয়েছে, ' যৌন নির্যাতন সহ একাধিক অপরাধ ঘটেছে পর্যটন কেন্দ্র সহ একাধিক অঞ্চলে। ভারতে উপস্থিত আধিকারিকরা জানিয়েছেন, সেদেশে ধর্ষণের সংখ্যা ক্রমাগত বাড়ছে।'
তবে এমন নয় যে এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ মন্ত্রণায় ধর্ষণের কথা উল্লেখ করেছে। এর আগে ২০১৮, ২০১৯তেও এই ধর্ষণের কথা লেখা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত দেশগুলিকে চারটি ভাগে ভাগ করে। লেভেল-১ এর অন্তর্গত দেশগুলির অর্থ সাধারণ সাবধানতা অবলম্বন করতে বলা। লেভেল২ এর অর্থ অতিরিক্ত সচেতন থাকতে বলা। লেভেল৩ এর অর্থ ভ্রমণের সম্পর্কে পুনর্বিবেচনা করা। লেভেল৪ এর অর্থ একেবারেই সেই দেশে ঘুরতে না যাওয়া।
যৌন অপরাধ ছাড়াও সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে এসেছে মার্কিন মন্ত্রণায়৷ মার্কিন পর্যটকদের জম্মু ও কাশ্মীরের বেশ কিছু জনপ্রিয় স্থানে যেতে বারণ করা হয়েছে৷ কারণ হিসেবে দেখানো হয়েছে, ভূস্বর্গ মোটেই শান্ত নয়, এখনও বিভিন্ন স্থানে সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, মানুষ ক্ষুব্ধ৷ মন্ত্রণায় লেখা আছে, ' সন্ত্রাসবাদী হামলা এবং জনগণের বিক্ষোভ ঘটতেই পারে জম্মু ও কাশ্মীরে। এই রাজ্যে সমস্ত রকমের ভ্রমণ এড়িয়ে চলুন।( পূর্ব লাদাখ তথা লেহ বাদে) বিশেষত লাইন অফ কন্ট্রোল সংলগ্ন এলাকায় হিংসার ঘটনা ঘটে। কাশ্মীর উপত্যকার পর্যটন কেন্দ্র শ্রীনগর, গুলমার্গ, প্যাহেলগাঁওতেও আক্রমণ হতেই পারে৷ এই সমস্ত অঞ্চলে ভারত সরকার বিদেশি পর্যটকদের যেতে বারণ করেছে।'