তৃণমূলের পথেই কংগ্রেসও! সিবিআই-ইডির আধিকারিকদের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র। এই বিষয়ে অর্ডিন্যান্স জারি করা হয়েছে। সেই মতো পাঁচ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। সরকারের এহেন সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। সিবিআই এবং ইডিকে কেন্দ্র নিজের মতো পরিচালনা করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বিরোধীদের। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার সে পথেই কংগ্রেসও।

মামলা কংগ্রেসের

ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ কংগ্রেস। আজ বৃহস্পতিবার কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা। Central Vigilance Commission (Amendment) Ordinance, 2021 এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই মামলা কংগ্রেস নেতার। একই সঙ্গে কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করেছেন কংগ্রেস নেতা। আবেদনে একাধিক বিষয়কে তুলে ধরা হয়েছে।

ক্ষমতার অপবব্যবহার!

মামলার পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করছে। আর তা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মেয়াদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে তদন্তকারী সংস্থাগুলিকে আদতে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ রণদীপের। সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তেরও বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। আর এই বিষয়ে অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

মামলা করা হয়েছে তৃণমূলের তরফেও

ইডি-সিবিআই-এর ডিরেক্টরদের মেয়ার বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি জানিয়েছেন, এব্যাপারে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। তাঁর দাবি অনুযায়ী, কেন্দ্রের পদক্ষেপ সুপ্রিম কোর্টের আগের রায়ের পরিপন্থী। প্রসঙ্গত ২০১৯ সালে ইডির ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল মেয়াদ বৃদ্ধি করা যাবে না। শুধু মামলা করা নয়। আগামী শীতকালীন অধিবেশনেও এই বিষয়ে সোচ্চার হবে তৃণমূল।

কেন্দ্রের যুক্তি

কেন্দ্রীয় দুই সংস্থার আধিকারিকদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। যদিও কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্ত নেওয়াটা দরকার ছিল। দিনের পর দিন মামলাগুলি পিছিয়ে যাচ্ছে। সিবিআই কিংবা ইডির হাতে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। কিন্তু দুই সংস্থার আধিকারিকদের মেয়াদ মাত্র দু বছর হওয়াতে বুঝতে বুঝতেই ফের ডিরেক্টর পদে বদলের সময় হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন এক আধিকারিক। আর সে জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি তাঁর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More CBI News  

Read more about:
English summary
Congress has gone to Supreme Court challenging decision to increase tenure of ED CBI officers
Story first published: Thursday, November 18, 2021, 21:05 [IST]