মামলা কংগ্রেসের
ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ কংগ্রেস। আজ বৃহস্পতিবার কেন্দ্রের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন কংগ্রেস নেতা রণদীপ সূর্যওয়ালা। Central Vigilance Commission (Amendment) Ordinance, 2021 এই বিষয়টিকে চ্যালেঞ্জ করেই মামলা কংগ্রেস নেতার। একই সঙ্গে কেন্দ্রের দেওয়া বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ করেছেন কংগ্রেস নেতা। আবেদনে একাধিক বিষয়কে তুলে ধরা হয়েছে।
ক্ষমতার অপবব্যবহার!
মামলার পাশাপাশি কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করছে। আর তা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মেয়াদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, আধিকারিকদের মেয়াদ বাড়িয়ে তদন্তকারী সংস্থাগুলিকে আদতে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও মারাত্মক অভিযোগ রণদীপের। সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তেরও বিরোধিতা করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। আর এই বিষয়ে অবিলম্বে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
মামলা করা হয়েছে তৃণমূলের তরফেও
ইডি-সিবিআই-এর ডিরেক্টরদের মেয়ার বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটারে তিনি জানিয়েছেন, এব্যাপারে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন। তাঁর দাবি অনুযায়ী, কেন্দ্রের পদক্ষেপ সুপ্রিম কোর্টের আগের রায়ের পরিপন্থী। প্রসঙ্গত ২০১৯ সালে ইডির ডিরেক্টর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল মেয়াদ বৃদ্ধি করা যাবে না। শুধু মামলা করা নয়। আগামী শীতকালীন অধিবেশনেও এই বিষয়ে সোচ্চার হবে তৃণমূল।
কেন্দ্রের যুক্তি
কেন্দ্রীয় দুই সংস্থার আধিকারিকদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। যদিও কেন্দ্রের দাবি, এই সিদ্ধান্ত নেওয়াটা দরকার ছিল। দিনের পর দিন মামলাগুলি পিছিয়ে যাচ্ছে। সিবিআই কিংবা ইডির হাতে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। কিন্তু দুই সংস্থার আধিকারিকদের মেয়াদ মাত্র দু বছর হওয়াতে বুঝতে বুঝতেই ফের ডিরেক্টর পদে বদলের সময় হয়ে যাচ্ছে বলে দাবি করেছেন এক আধিকারিক। আর সে জন্যেই এই সিদ্ধান্ত বলে দাবি তাঁর।