ইমরানের ষড়যন্ত্র? টি ২০ সিরিজ শুরুর আগে বাংলাদেশে পুড়ল পাকিস্তানের পতাকা, চাপে বিসিবি ও পিসিবি

কাল মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামবে পাকিস্তান। বিতর্ককে সঙ্গী করেই। পতাকা বিতর্ক নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বাংলাদেশের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে অনুশীলনে পাকিস্তানের পতাকা ওড়ানো নিয়ে প্রতিবাদের ঝড় সোশ্যাল মিডিয়ায় আগেই উঠেছিল। এবার রাস্তায় নেমেও চলল বিক্ষোভ-প্রতিবাদ।

(ছবি- পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে পাকিস্তানের পতাকা এদিন পোড়াল বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। অনুমতি না নিয়ে বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ানোয় শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। বিক্ষোভকারীদের কথায়, মুক্তিযুদ্ধে গণহত্যার মূলহোতা জেনারেল নিয়াজির ভ্রাতুষ্পুত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে হেয় করতেই পাকিস্তান দল এমনটা করেছে কিনা খতিয়ে দেখতে হবে।

📸📸 pic.twitter.com/oHlkUdC0VP

— Pakistan Cricket (@TheRealPCB) November 17, 2021

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীরব ভূমিকার জন্য বিসিবি চেয়ারম্যান নাজমুল হোসেন পাপনের অপসারণও দাবি করা হয়েছে। ১৯৮০ সালেও বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশকে কটাক্ষ করে বলে অভিযোগ। মীরপুরে ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী নারকীয় গণহত্যা, লুঠপাট ও ধর্ষণ চালিয়েছিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মীরপুরেই পাকিস্তানের পতাকা ওড়ানোর ঘটনা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্য চরম অবমাননাকর। পাপনকে জনগণের কাছে গোটা ঘটনার জন্য জবাবদিহি করার দাবিও জোরালো হচ্ছে। স্বাধীন বাংলাদেশের মাটিতে সংবিধান ও আইন লঙ্ঘন মেনে নেওয়া হবে না বলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিবির দায়িত্বশীল ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদানের দাবিও জানানো হয়েছে সংগঠনটির তরফে। সোশ্যাল মিডিয়াতেও চলছে একই দাবি।

📸📸 pic.twitter.com/ksSxWKAIFF

— Pakistan Cricket (@TheRealPCB) November 16, 2021

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, অন্য কোনও দেশের পতাকা তুলতে হলে অনুমতি নিতে হবে। নচেৎ এক বছর পর্যন্ত কারাবাসের সাজার বিধানও রয়েছে। মঙ্গলবার পাকিস্তান দলের অনুশীলনে পাকিস্তানের পতাকা দেখেই প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলাদেশের নাগরিকরা। চাপের মুখে গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রয়োজনীয় অনুমতি চেয়েছে। তবে বিসিবি গোটা বিষয়টি অন্ধকারে রেখেছে। পাকিস্তান দলের তরফে দাবি করা হয়েছে, সাকলিন মুস্তাক অন্তর্বর্তী হেড কোচ হওয়ার পর থেকেই অনুশীলনে পতাকা রাখার বিষয়টি চালু হয়েছে। গোটা দলকে অনুপ্রাণিত করতেই এই পদক্ষেপ। নিউজিল্যান্ডের সিরিজ থেকেই এটা চলছে। বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছেন, বাংলাদেশেও আমাদের সমর্থক রয়েছেন। অনুশীলনে যাওয়ার সময় টিম বাসে আমাদের দেখে তাঁদের সেই উচ্ছ্বাসেই সেটা স্পষ্ট। কালকের ম্যাচে গ্যালারিতে ৫০ শতাংশ দর্শক রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাবর বলেন, গ্যালারিতেও পাকিস্তান দলের প্রতি সমর্থন থাকবে।

Pakistan captain @babarazam258 previews series against Bangladesh

More details: https://t.co/DWBbhHxuC1#BANvPAK | #HarHaalMainCricket pic.twitter.com/wWB8cnaK9K

— Pakistan Cricket (@TheRealPCB) November 18, 2021

মহম্মদ হাফিজ বাংলাদেশ সিরিজে নেই। বিশ্বকাপের দল থেকে আসিফ আলি ও ইমাদ ওয়াসিমকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচের দলে রাখেনি পাকিস্তান। বাংলাদেশ দলেও মুশফিকুর রহিমকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে নেই শাকিব আল হাসান, মহম্মদ সৈফুদ্দিনরা। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ বিশ্বকাপের কথা ভুলেই নামতে চাইছেন, মুশফিক প্রসঙ্গেও কিছু বলতে চাননি। দলের উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে কারণে তিনি সতর্ক। ঘরের মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোয় বিপক্ষকে সমীহই করছেন পাকিস্তান অধিনায়ক বাবর। তবে কালকের ম্যাচের আগে বা গ্যালারিতেও পতাকা বিতর্কের রেশ পড়ে কিনা সেটাই দেখার।

More BANGLADESH News  

Read more about:
English summary
Bangladesh Will Face Pakistan In The First T20I Amid Flag Controversy. Hoisting The Country's Flag During Training Sessions Introduced By Interim Head Coach Saqlain Mushtaq.
Story first published: Thursday, November 18, 2021, 20:39 [IST]