বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর জুটি ভারতকে আইসিসি ট্রফি জেতাতে পারেনি। গতকাল জয়পুরে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মার নতুন জুটি পথ চলা শুরু করল জয় দিয়েই। গত বছর থেকে ধরলে নিউজিল্যান্ডের কাছে টানা সাতটি পরাজয়ের পর। এবারের টি ২০ বিশ্বকাপে রানার-আপদের হারাতে বড় ভূমিকা নিয়ে গেমচেঞ্জারের পুরস্কার পাওয়া রবিচন্দ্রন অশ্বিনের কথাতেই স্পষ্ট, ভারতীয় ড্রেসিংরুমে মুক্ত বাতাস প্রবেশের বিষয়টি।
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারতের কোচ রাহুল দ্রাবিড় ও ন্যাশনাল ক্রিকেট আকাদেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ থাকায় ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতেই রয়েছে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল ২০১৬ সালে রানার-আপ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়। বিরাট কোহলিরা ইংল্যান্ড সফরে থাকায় শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠানো হয়েছিল রাহুল দ্রাবিড়কে কোচ করেই। একদিনের সিরিজে দাপুটে জয়ের পর প্রথম টি ২০-ও জেতে ভারত। কিন্তু ভারতীয় শিবিরে করোনা সংক্রমণ ধরা পড়ায় একঝাঁক ক্রিকেটার বাইরে চলে যাওয়ায় ভাঙাচোরা দল নিয়ে শেষরক্ষা করা যায়নি। তবে লড়ে হেরেছিল ভারত। ভারতীয় কোচের দায়িত্ব পাকাপাকিভাবে নেওয়ার পর প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন কোচ দ্রাবিড়।
রাহুল দ্রাবিড় কোচ হিসেবে কোথায় আলাদা তা বোঝাতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেন, দ্রাবিড়ের কোচিংয়ের ধরন নিয়ে কিছু বলার সময় এখনই আসেনি। কিছুটা সময় তাঁকে দিতেই হবে। অনূর্ধ্ব ১৯ দল-সহ তিনি বিভিন্ন ক্ষেত্রে কোচ হিসেবে সাফল্য পেয়েছেন। সম্ভাবনার উপর তিনি সব কিছু ছেড়ে না রেখে প্রক্রিয়া ও প্রস্তুতিতে জোর দেন যাতে আমরা ভারতীয় ড্রেসিংরুমে হাসিখুশির পরিবেশ ফেরাতে পারি। গ্লেন ফিলিপসকে যে ক্যারম বলে অশ্বিন আউট করেন সেটির প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। চার বছর অশ্বিনকে সাদা বলের ক্রিকেটে দেশের হয় খেলতে দেখা যায়নি। সেটাও যে শাস্ত্রী-বিরাট জুটির ভুল ছিল ফের গতকাল তা চোখে আঙুল দিয়ে দেখালেন অশ্বিন। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রানে ২ উইকেট নেন। সুপার টুয়েলভে আফগানিস্তান ম্যাচে ১৪ রানে ২ উইকেট, স্কটল্যান্ড ম্যাচে ২৯ রানে ১ উইকেট ও নামিবিয়ার বিরুদ্ধে ২০ রানের বিনিময়ে তিন উইকেট নেন। গতকাল নিলেন ২৩ রানে ২ উইকেট, পাওয়ারপ্লেতেও একটি ওভার তিনি করেন। উইকেটের চরিত্র বুঝে গতির তারতম্য ঘটিয়েই সাফল্য বলে মনে করেন দেশের এক নম্বর স্পিনার।
রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা দুজনেই খুব ব্যালান্সড বলে তাঁদের জুটির সাফল্যের বিষয়ে আশাবাদী গৌতম গম্ভীর। রবি শাস্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বলেন, আগে দেখা গিয়েছে কোনও সাফল্যের পর বড় বড় বিবৃতি দেওয়া হতো। তবে সাফল্যের কৃতিত্ব একা নেওয়ার লোক দ্রাবিড় নন। বড় বড় বিবৃতিও আসবে না তাঁর তরফে। ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে সফল রাহুল দ্রাবিড় কোচ হিসেবেও দারুণ সাফল্য পাবেন। ১০০-র বেশি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন দ্রাবিড়ের ড্রেসিংরুমে উপস্থিতিও দলকে ভরসা দেওয়ার পক্ষে যথেষ্ট। কঠোর পরিশ্রমী দ্রাবিড় যে নীতিতে আস্থা রেখে দল পরিচালনা করেন তা অবিশ্বাস্য। ভারতীয় দলকে তিনি অনেক সাফল্য এনে দেবেন।