করোনার দৈনিক সংক্রমণ ফের ১০ হাজারের উপরে, ৫২৭ দিনে সর্বনিম্ন সক্রিয় গোটা দেশে

করোনার দৈনিক সংক্রমণ ফের ১০ হাজারের উপরে উঠল গোটা দেশে। বুধবারের করোনা রিপোর্টে করোনামুক্তের সংখ্যাও বেড়েছে। ফলে সক্রিয়ের সংখ্যা কমল অনেকটাই। ৫২৭ দিনে সর্বনিম্ন সক্রিয় ভারতে। করোনা মহামারী হানা দেওয়ার ২০ মাস পরেও এখনও পুরোপুরি বাগে আনা যায়নি ওই মারণ রোগকে। তবে পরিসংখ্যান অনুযায়ী করোনা অনেকটাই নিয়ন্ত্রণে দেশে। সক্রিয়ের সংখ্যা অনেকটা কমেছে। ৫২৭ দিনে সর্বনিম্ন সক্রিয়। মৃতের সংখ্যা ৩০০-র সামান্য উপরে। করোনা মুক্ত হয়েছে আক্রান্তের থেকে প্রায় দু হাজার বেশি। সংক্রমণের হারও অনেকটাই নিয়ন্ত্রণে।

বুধবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ১৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যা বেশ খানিকটা কম। গতকালই করোনার দৈনিক আক্রান্তের গ্রাফ নেমে এসেছিল ১০ হাজারের নিচে। এদিন সামান্য উপরে উঠেছে সংক্রমণ। গতদিনের তুলনায় সামান্যই সংক্রমণ বেড়েছে। মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮।

দেশে মৃতের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এদিন। গত সপ্তাহে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। সেই মৃত্যুমিছিল অবশ্য তারপর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিন মৃত্যু হয়েছে ৩০১ জনের। তবে দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখনও সেই জায়গায় করোনা পরিসংখ্যান নেমে আসেনি। এদিনের পরিসংখ্যানে একটু হলেও স্বস্তি ফিরেছে। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৪,১৫৩ জন।

করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল। কিন্তু কেরলের গ্রাফ আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি। কেরলের সংক্রমণ এক লাফে অনেকাই বেড়েছিল। দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা শেষ হয়েছে। বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালির অনুষ্ঠান হয়েছে। কেরলও ওনাম উৎসবে মেতেছিল। তারপর থেকেই করোনার বাড়বাড়ন্ত শুরু হয়। তবে দেশে সামগ্রিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সংক্রমণ।

গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দে দেশে। করোনা সংক্রমণ ১০-১১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৩০ হাজারের নিচে নেমে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫। ৫২৭ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২,১৩৪ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭৩ হাজার ৮৯০। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৬৭ লক্ষ ৮২ হাজার ৪২। মোট করোনা ভ্যাকসিনেশন ১১৩ কোটি ৬৮ লক্ষ ৭৯ হাজার ৬৮৫। করোনার দৈনিক সংক্রমণের হার শেষ ৪৪ দিন ২ শতাশের নিচে। বর্তমানে তা ০.৮২ শতাংশ।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Coronavirus daily cases again over 10 thousands and positivity rate decreased below 1 percent in India.
Story first published: Wednesday, November 17, 2021, 10:29 [IST]