রোহিত-সূর্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মধুর প্রতিশোধ, প্রথম ম্যাচ জিতেই ধোনির শহরে পা রাখছে ভারত

টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় ভারতের কাপ জয়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছিল। আজ জয়পুরে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিতে মধুর প্রতিশোধ নিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মা জুটির জমানা শুরু হল জয় দিয়েই। জয় এল ৫ উইকেটে, দুই বল বাকি থাকতে। সর্বাধিক ৬২ করেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা করেন ৪৮। ঋষভ পন্থ ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন উইনিং শট হাঁকিয়ে। ট্রেন্ট বোল্ট দুটি, টিম সাউদি ও মিচেল স্যান্টনার একটি করে উইকেট দখল করেন।

জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৬৫ রান। সূর্যকুমার যাদব কেরিয়ারের নবম টি ২০ আন্তর্জাতিকে সপ্তম ইনিংসে তৃতীয় অর্ধশতরান তো পেলেনই, এদিনই করলেন কেরিয়ারের সর্বাধিক রান। গত মার্চে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ বলে ৫৭ করেছিলেন। কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছিলেন ৩৪ বলে ৫০। এদিনও ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করার পর আউট হলেন ৪০ বলে ৬২ রান করে। মেরেছেন ৬টি চার ও তিনটি ছয়। ৫.১ ওভারে ভারতের ওপেনিং জুটি ভেঙেছিলেন মিচেল স্যান্টনার। ১৪ বলে ১৫ রান করেন লোকেশ রাহুল। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের জুটিতে যোগ হয় ৫৯ রান। রোহিত শর্মা ৩৬ বলে ৪৮ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন। ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে ১৩.২ ওভারে ১০৯ রানে। ১৬.৪ ওভারে দলের ১৪৪ রানের মাথায় ফেরেন সূর্যকুমার যাদব। শেষ দুই ওভারে জেতার জন্য দরকার ভারতের প্রয়োজন ছিল ১৬ রান।

১৯তম ওভার করতে এসে নিজের শেষ ওভারে মাত্র ৬ রান দেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। শেষ বলে তিনি ফেরান শ্রেয়স আইয়ারকে। কামব্যাক ম্যাচে শ্রেয়স পাঁচের বেশি করতে পারেননি। শেষ ওভারে ভারতের প্রয়োজন হয়ে পড়ে ১০ রান। ড্যারিল মিচেল প্রথম বল ওয়াইড হয়। পরের ডেলিভারিতে চার মারার পর ওভারের দ্বিতীয় বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে ২ বলে ব্যক্তিগত চার করে আউট হন ভেঙ্কটেশ আইয়ার। পরের ডেলিভারি ফের ওয়াইড হলে জয়ের সমীকরণ দাঁড়ায় ৪ বলে ৪ রান। তৃতীয় বলে এক রান নেন অক্ষর প্যাটেল। ওভারের চতুর্থ বলে চার মেরে ম্যাচ জেতান ঋষভ পন্থ।

রোহিত শর্মা ১১৭টি ম্যাচে ১০৯টি ইনিংসে ১৫ বার অপরাজিত থেকে ৩০৮৬ রান করেছেন। চারটি শতরান রয়েছে, ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। তিনটি অর্ধশতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অধিনায়ক হিসেবে তিনি দেশকে নেতৃত্ব দিলেন ২০তম ম্যাচে। অধিনায়ক হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি ২০টি ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৭৬০ রান করেছেন, স্ট্রাইক রেট ১৫৮। দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান পেয়েছেন ভারত অধিনায়ক হিসেবে। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় তিনে রয়েছেন রোহিত। বিরাট কোহলি (৯৫ ম্যাচে ৩২২৭) ও মার্টিন গাপটিলের (১১০টি ম্যাচে ৩২১৭) পরেই। টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা গাপটিলের (১৫৯), তাঁর পরেই রয়েছে রোহিতের ১৪২টি ছক্কা মারার নজির।

More INDIA VS NEW ZEALAND News  

Read more about:
English summary
Suryakumar Yadav Hits Brilliant Half Century To Secure India's Sweet Revenge Against New Zealand. Captain Rohit Sharma Misses His 25th T20I Half Century For Just 2 Runs.