আজ েথকে খুলছে কারতারপুর করিডর
দেড় বছর পর আজ থেকে খুলছে কারতারপুর করিডর। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এটি। অবশেষে গুরুনানক জয়ন্তীর আগে খুলে গেল কারতারপুর করিডর। শিখ ধর্মাবলম্বিদের কথা মাথায় রেখেই এই করিডর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটি-পিসিআর টেস্ট, ভ্যাকসিন সার্টিফিকেট সহ একাধিক নিয়মাবলি মেনে তবেই খোলা হচ্ছে এই করিডর।
স্বাস্থ্যকর্তার গাড়িতে অ্যাম্বুলেন্সের ধাক্কা
আলিপুরদুয়ারে সদ্যোজাত-সহ প্রসূতিকে নিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যকর্তার গাড়িতে ধাক্কা অ্যাম্বুল্যান্সের। অ্যাম্বুল্যান্সের চাবি কেড়ে নেওয়ার অভিযোগ। পরে চাবি ফেরত দেন স্বাস্থ্যকর্তার গাড়ির চালক। ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন আলিপুরদুয়ারের ২ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক।
নামল তাপমাত্রা
ফের কুড়ি ডিগ্রির নীচে রাতের তাপমাত্রা কলকাতায়। ছয় দিন পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামল। উত্তুরে হাওয়া বইতেই শহরে ফিরল শীতের আমেজ। আবহবিদরা বলছেন, আরও তিন চার দিন মনোরম পরিবেশ থাকবে বাংলায়।
দুষণের জেরে বন্ধ স্কুল
করোনা সংক্রমণ নয় এবার দূষণের কারণে বন্ধ করে দেওয়া হল স্কুল। দিল্লি এনসিআর এলাকায় দূষণের কারণে স্কুলে ছুটি দেওয়া হয়েছে। দফতরে কাজ করবে ৫০ শতাংশ কর্মী। বাকিদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ।
ইস্তফা বিজেপি নেতার
অস্বস্তি বাড়িয়ে বিজেপির হাওড়া জেলা সদরের সম্পাদকের পদ থেকে এবার ইস্তফা বিমল প্রসাদের। গত সপ্তাহে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগে বিজেপি থেকে বহিষ্কৃত হন জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা। এ ব্যাপারে তিনি সুরজিতকেই সমর্থন করেন বলেও জানিয়েছেন বিমল প্রসাদ।
তৃণমূলে অনাস্থা
বাঁকুড়ার ফুলকুসমা গ্রামপঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ তুলে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূল সদস্যদের। নেপথ্যে দলের অঞ্চল ও ব্লক সভাপতির চক্রান্ত দেখছেন পঞ্চায়েত প্রধান। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ব্লক সভাপতির। অঞ্চল সভাপতির প্রতিক্রিয়া মেলেনি।
ঝুলন্ত দেহ উদ্ধার
সাতসকালে ইএম বাইপাসে বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলন্ত দেহ। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিং-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি আজ সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে।