• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

সবথেকে বড় ঝটকা কংগ্রেসের! সোনিয়া গান্ধীর কাছে ইস্তফা পাঠালেন প্রাক্তন মন্ত্রী-বিধায়ক সহ ২০ নেতা

Google Oneindia Bengali News

বড় ঝটকা কংগ্রেসের জন্যে! ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারের তরফেও এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর এই প্রস্তুতির মধ্যেই বড়সড় ধাক্কা রাহুল-সোনিয়া গান্ধীদের। দল ছাড়লেন অন্তত ২০ জন নেতা। যারা জম্মু-কাশ্মীরের একাধিক পদে ছিলেন।

শুধু তাই নয়, ইস্তফা দেওয়া সমস্ত নেতাই রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজদের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। ওই সমস্ত নেতাদের দাবি, অবিলম্বে শীর্ষে থাকা নেতৃত্বে বদল করতে হবে। শুধু তাই নয়, তাঁদের কথাও শুনতে হবে।

প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক এই তালিকাতে

প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক এই তালিকাতে

একসঙ্গে এতগুলি নেতার পদত্যাগ নিঃসন্দেহে কংগ্রেসের কাছে বড় ধাক্কা। ইতিমধ্যে সোনিয়া গান্ধীকে তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন। যারা এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন তাদের মধ্যে চার প্রাক্তন মন্ত্রী এবং তিন বিধায়ক রয়েছেন। সূত্র জানাচ্ছে, যারা পদত্যাগ করেছেন তাঁদের সবাই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা আজাদের ঘনিষ্ঠ। ফলে তাঁদের ইস্তফার পিছণে গুলাম নবী আজাদ নেই তো? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দলে যে বিদ্রোহ তৈরি হয়েছে সেই আঁচ আগেই পেয়ে ছিলেন আজাদ। আর সেই কারনে গত কয়েকদিন আগে কাশ্মীরে গিয়েছিলেন তিনি।

তালিকাতে একাধিক নাম

তালিকাতে একাধিক নাম

ইস্তফা দিয়েছেন এমন নেতাদের মধ্যে যুগল কিশোর শর্মা, জি এম শারুরি, বিকাশ রসুল, নৈরেশ কুমার গুপ্তা, অনবর ভট্টের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন। এই সমস্ত নেতারা সোনিয়া গান্ধী ছাড়াও রাহুল গান্ধী, রজনী পাট্যালের কাছেও তাঁরা তাঁদের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন।

কথা শুনছে না!

কথা শুনছে না!

পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কার্যত মুখ খুলেছেন নেতারা। তাঁদের দাবি, প্রদেশ সভাপতির কারনেই তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়, প্রদেশ কমিটির অধ্যক্ষ গুলাম আহমেদ মীরের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বিদ্রোহী নেতারা। তাঁদের মতে, দল চালানোর জন্যে কারোর কথা কেউ শুনছে না। নিজেদের মতো দল চালানো হচ্ছে বলেও অভিযোগ। এই বিষয়ে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। শুধু তাই নয়, বিদ্রোহী নেতাদের দাবি, বিষয় টি নিয়ে বারবার আলোচনার প্রস্তাব দেওয়া হলেও কেউ কারোর কথা শোনেনি বলেও অভিযোগ। আর সেই কারনে তাঁরা দল ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

পার্টির অবস্থা খুব খারাপ!

পার্টির অবস্থা খুব খারাপ!

ক্রমশ চ্যালেঞ্জ বাড়ছে কংগ্রেসের উপর! লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেছে সমস্ত বিজেপি বিরোধী জোটগুলি। সেখানে দাঁড়িয়ে সমস্ত রাজ্যেই কংগ্রেসে বিদ্রোহের আগুন জ্বলছে। দলকে একজোট রাখায় এই মুহূর্তে বড় চ্যালেরঞ্জ সোনিয়া রাহুল গান্ধীদের কাছে। সেখানে দাঁড়িয়ে আরও মাথা ব্যাথার কারণ হয়ে উঠল কংগ্রেসের কাছে। সে রাজ্যের বিদ্রোহীদের নেতাদের মতে, নেতৃত্বের জন্যেই দল একটা খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকদিনই দল ছাড়ছেন বহু নেতা। এই বিষয়ে কোনও নীতি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ বিদ্রোহী নেতাদের।

English summary
20 leaders including Ex minister sends resignation letter to Sonia Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X