নারদ মামলাতে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন ফিরহাদ, মদন এবং শোভনের! ঈশ্বরকে ধন্যবাদ তিনজনেরই

নারদ মামলায় স্বস্তি রাজ্যের দুই বিধায়কের। আদালতের রায়ে স্বস্তিতে শোভন চট্টোপাধ্যায়ও। আজ মঙ্গলবার আদালতে হাজিরার দিন ছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের। সেই মতো এদিন সকালেই আদালতে পৌঁছে যান তাঁরা। আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তিনজনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুরন করে। শর্ত সাপেক্ষে এই জামিন মঞ্জু করে আদালত। শর্ত অনুযায়ী, এখনই ফিরহাদ, শোভন এবং মদন মিত্র দেশ ছাড়তে পারবে না। তদন্তে সবরকম সাহায্য করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী দলকে।

২০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে এই জামিন দেওয়া হয়েছে। নারদ মামলাতে জামিন পাওয়ার পরেই ঈশ্বরকে ধন্যবাদ জানান তিনজনই।

বিধানসভা ভোটের পরেই নারদ মামলায় নড়েচড়ে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গ্রেফতার করা হয় ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে। গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়কেও। বেশ কয়েকদিন জেলেও কাঁটাতে হয় তাঁদের। এরপর হাইকোর্টের নির্দেশ জামিন মঞ্জুত হয় চারজনেরই। কিন্তু ১ সেপ্টেম্বর ইডি তিন হেভিওয়েটের বিরুদ্ধে চার্জশিট দেয়। এরপর সমন জারি করা হয়।

সেই সমনের পরেই এদিন আদালতে হাজিরা দেন ফিরহাদ, মদন এবং শোভন চোট্টপাধায়। আদালতে হাজিরা দিয়ে জামিনের জন্যে আবেদন করলে তা মঞ্জুর করে আদালত। তবে এদিন প্রভাবশালী তিন নেতা হাজিরা দিলেও আদালতে আসেননি অভিযুক্ত আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জা।

কেন তিঞ্জি হাজিরা দিলেন না তা নিয়ে এদিন আদালতে প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর জামিনের আবেদন খারিজের আবেদনও জানানো হয়। এই বিষয়ে ইডিকে মির্জা কিছুই জানাননি বলেও এদিন শুনানিতে জানানো হয়। তবে এই কেসে আরও এক অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরও এদিন ইডির তরফে আদালতে জানানো হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি ফের মামলার শুনানি রয়েছে।

ততদিন পর্যন্ত এই জামিন মঞ্জুর থাকবে বলে জানানো হয়েছে।

আদালতের এই রায়ের পরেই ভগবানকে ধন্যবাদ জানান তিনজন। এই প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, শোভনের রাজনৈতিক কেরিয়ারে একটা দাগ হয়ে গিয়েছে এই নারদ। যে ইনি এই ঘটনা ঘটিয়েছিলেন শোভন তাঁকে চেনেন না বলেও দাবি বৈশাখী।

অন্যদিকে শোভন চোট্টপাধায় বলেন, "আমাদের ইশ্বরে বিশ্বাস আছে। আইনের ওপর বিশ্বাস রয়েছে।'' পাশাপাশি এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ফের একবার ধন্যবাদ জানান শোভন। বলেন, প্রথম দিন থেকে এই লড়াইয়ে পাশে রয়েছেন বৈশাখী। আমি কৃতঞ্জ ওর কাছে।

শুধু শোভন-বৈশাখী একা নয়, জামিন পাওয়ার পরেই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন ফিরহাদ এবং মদন মিত্র। বলেন, আইন যে রয়েছে তা আবার প্রমাণিত হল।

More NARAD News  

Read more about:
English summary
Firhad Hakim, Madan Mitra and Sovan Chatterjee gets interim bail in Narad Case