একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১৯। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৫ হাজার ৭৯৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৩৩৩। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। মৃত্যু এক লাফে প্রায় তিনগুণ বাড়ল। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ২.২১ শতাংশ হয়েছে।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ৫ হাজার ৭৯৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ২৭ জন। এদিন ২০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৮১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮২৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৭৮ হাজার ৪৩৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩০ শতাংশ।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৯৮ লক্ষ ৮১১। ১৫৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২০০০৯। এদিন টেস্টিং হয়েছে ৩৭১১৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ২.২১ শতাংশ।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ২৮৭ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লক্ষ ৪১ হাজার ৩৫১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৯৩৬ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৮ কোটি ৪৯ লক্ষ ১১ হাজার ১৩৩ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩ লক্ষ ৪ হাজার ৯৯ জনের। আর দ্বিতীয় ডোজ ২ কোটি ৪৬ লক্ষ ৭ হাজার ৩৪ জনের।
সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩২৬০০৬। এদিন ২৩১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩১৪৯৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন বেড়ে হয়েছে ১০২০২৪। হাওড়ায় আক্রান্ত ৯৯৭৭৪। এদিন আক্রান্ত হয়েছেন ৭১ জন। হুগলিতে ৭৮ জন বেড়ে আক্রান্ত ৮৭৩৩৯ জন।
কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
মঙ্গলবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১২৫-এর উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমণ ৭০-এর ঊর্ধ্বে। বাকি ১৮ জেলায় ৩০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ১ জন কালিম্পং, পুরুলিয়া ও ঝাড়গ্রামে। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৬ জন।