রাজ্যে ৫০ কিমি পর্যন্ত বিএসএফের ক্ষমতা বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত! প্রস্তাব রাজ্য বিধানসভায়
বাংলা সহ তিন রাজ্যে ক্ষমতা বেড়েছে বিএসএফের। সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত তল্লাশি চালাতে পারবে সীমান্তরক্ষী বাহিনী। শুধু তাই নয়, গ্রেফতার সহ একাধিক ক্ষমতা দেওয়া হয়েছে। আর তাতেই আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবে সীমান্তে বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
মমতার দাবি, ষড়যন্ত্র করেই দেশের বাহিনীকেও রাজনীতিতে নামানো হচ্ছে। এই সিদ্ধান্ত ঘিরে ক্রমশ বিতর্ক তৈরি হয়েছে। এবার রাজ্য বিধানসভাতে এই নিয়ে প্রস্তাব তৃণমূল সরকারের।

সরকারি প্রস্তাব আনা হবে
আজ মঙ্গলবার বিধানসভাতে অধিবেশন রয়েছে। আর সেখানেই সরকারি প্রস্তাব আনা হবে শাসকদলের তরফে। বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত। এই মর্মেই সরকারি প্রস্তাব নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিধানসভাতে আলোচনা করতে দেড় ঘন্টা সময় বেঁধে দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রস্তাব নিয়ে বলার কথা উদয়ন গুহ, তাপস রায়, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম মন্ডলদের। প্রস্তাব পাঠ করবেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনকি রাজ্য বিধানসভাতে এই নিয়ে সোচ্চার হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।

অধিবেশনে অংশ নেবেন বিজেপি বিধায়করা
বিধানসভা অধিবেশনে অংশ নেবেন বিজেপি বিধায়করা। থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ফলে ফের একবার এদিন উত্তাল হতে পারে বিধানসভা। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যকেই তোপ দেগেছেন বিরোধী দলনেতা। গোরু পাচার সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন তিনি। এমনকি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। আর সেখাণে দাঁড়িয়ে আজ যে এই বিষয়ে সরব হবেন বিজেপি বিধায়করা তা কার্যত নিশ্চিত।

দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
আগামী ২২ তারিখ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। সেখানে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সীমান্ত থেকে ৫০ কিমি পর্যন্ত ক্ষমতা বিএসএফের হাতে যাবে তা নিয়েও মোদীর সামনেই প্রতিবাদ জানাতে পারেন তিনি। এমনকি স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রকে গিয়েও এই বিষয়ে সোচ্চার হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিমান বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে মমতাকে চিঠি দিয়েছেন। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান।

কি বলছেন মমতা
সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রের সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের এই প্রচেষ্টা দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে হস্তক্ষেপের নামান্তর। কেন্দ্রকে এই ব্যাপারে বিবেচনা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছেন, সীমান্ত এলাকায় রাজ্যের কোনও সমস্যা নেই। অযথা বিএসএফের এক্সিয়ার বাড়িয়ে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করছে বিজেপির সরকার। বিএসএফের বিষয়টি সম্পর্কে আমরা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছি ইতিমধ্যেই। তবে তার এখনও কোনও জবাব পাইনি।