নিয়োগের কথা জানিয়েছিলেন মমতা!
পুজোর আগেই ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পুজো মিটলেও আরও শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, পুজোর পর আরও ৭ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের একাধিক স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। সেদিকে তাকিয়ে গত মাসখানেক আগে এই বিষয়ে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেই দেখা যায় মামলা আদালতে।
একের পর এক মামলা
রাজ্যে শিক্ষক নিয়ে কার্যত ল্যাজে গোবরে অবস্থা শাসকদল তৃণমূলের। একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে। এমনকি এক একটি মামলাতে রীতিমত শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসিকে অসবসবস্তির মধ্যে পড়তে হয়। এমনকি সম্প্রতি একটি মামলাতে কলকাতা হাইকোর্টে পর্যন্ত হাজিরা দিতে হয় এসএসসি চেয়ারম্যানকে। সব মিলিয় শিক্ষক নিয়োগ নিয়ে রীতিমত একাধিক জটিলতা রয়েছে। ফলে থমকে রয়েছে একাধিক নিয়োগ। এই অবস্থায় কিছুটা হলেও ব্রাত্যের মন্তব্যে আশার আলো।
ক্ষুব্ধ মমতা!
একের পর এক মামলা। থমকে শিক্ষক নিয়োগ। এই নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধায়। এজন্যে বামেদের দায়ি করেনও তিনি। হাইকোর্টের বেশ কয়েকজনের মাতব্বরের কারনে থমকে নিয়োগ। রাজ্যে কর্মসংস্থান হোক, শিক্ষক নিয়োগ হোক তাঁরা চাননা বলেও মন্তব্য করেছিলেন মমতা। এমনকি এই বিষয়ে এসএসসি'র ভূমিকা নিয়েও পপ্রশ্ন তোলেন তিনি।