টি ২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার ২০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে অ্যারন ফিঞ্চের দল। আগামী বছর নিজেদের দেশে অস্ট্রেলিয়া নামবে কাপ দখলে রাখার লড়াইয়ে। ক্যাঙারুদের দেশে টি ২০ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। সাতটি শহরে হবে টি ২০ বিশ্বকাপের খেলাগুলি। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় বসছে টি ২০ বিশ্বকাপের আসর। ফাইনাল হবে ১৩ নভেম্বর নৈশালোকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বিশ্বকাপে থাকছে মোট ৪৫টি ম্যাচ। অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পারথ ও সিডনিতে হবে টি ২০ বিশ্বকাপের খেলাগুলি। নভেম্বরের ৯ ও ১০ তারিখ যথাক্রমে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও অ্যাডিলেড ওভালে হবে দুটি সেমিফাইনাল।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, রানার-আপ নিউজিল্যান্ডের সঙ্গে সরাসরি যে দলগুলি সুপার টুয়েলভ খেলবে তারা হল ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। টি ২০ বিশ্বকাপে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার টুয়েলভের যোগ্যতা অর্জন করার জন্য খেলতে হবে প্রথম রাউন্ডের ম্যাচ। শ্রীলঙ্কাকেও এবারের মতোই সুপার টুয়েলভে ওঠার আগে প্রথম রাউন্ডে নামতে হবে। তাদের সঙ্গেই প্রথম রাউন্ড খেলতে হবে নামিবিয়া ও স্কটল্যান্ডকে। প্রথম রাউন্ডের বাকি চারটি দল উঠে আসবে যোগ্যতা অর্জন পর্বের দুটি টুর্নামেন্ট থেকে। একটি হবে ফেব্রুয়ারিতে ওমানে, অপরটি জুন-জুলাইয়ে জিম্বাবোয়েতে।
আইসিসির ইভেন্ট হেড ক্রিস টেটলি বলেছেন, ১২টি দল টি ২০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে। আমাদের নজর থাকবে যোগ্যতা অর্জন পর্বের দিকে, কোন চারটি দল বিশ্বকাপ খেলার ছাড়পত্র আদায় করে নিতে পারে। ফের অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে চলেছে আইসিসি ইভেন্ট। সাতটি শহর চিহ্নিত হয়ে গিয়েছে। ২০২০ সালে মহিলা টি ২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর করোনা পরিস্থিতিতে পুরুষদের টি ২০ বিশ্বকাপটি দুই বছর পিছিয়ে দিতে হয়েছিল। লোকাল অরগানাইজিং কমিটির সঙ্গে হাত মিলিয়ে পিছিয়ে যাওয়া সেই টি ২০ বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর আইসিসি।