জয়পুরে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে পিচ কেমন হচ্ছে? শিশিরই বা কতটা প্রভাব ফেলতে পারে?

কাল জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে শুরু ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টি ২০ সিরিজ। আইপিএলের ম্যাচ হলেও এই স্টেডিয়ামে এই প্রথম কোনও টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। ২০১৩ সালের ১৬ অক্টোবর শেষবার এই মাঠে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। সেই হাই স্কোরিং ম্যাচে ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, হাই স্কোরিং ম্যাচ নিশ্চিত করতেই বিসিসিআইয়ের নির্দেশ মেনে ব্যাটিং সহায়ক পিচ বানানো হয়েছে। বিগত কয়েক দিন ধরেই দেখা যাচ্ছে, সন্ধ্যা সাতটা থেকেই শিশির পড়ছে। টস হবে সাতটায়, ম্যাচ সাড়ে ৭টা থেকে। ফলে ডিউ ফ্যাক্টর এই ম্যাচে প্রভাব ফেলবে না বলেই দাবি মাঠ প্রস্তুত রাখার দায়িত্বে থাকা সকলেরই। আইপিএল ও টি ২০ বিশ্বকাপে সব সময়ই আলোচ্য বিষয় হয়ে থেকেছে এই ডিউ ফ্যাক্টর। ফলে বেশিরভাগ ম্যাচেই টস জিতে ফিল্ডিং নেওয়া দল ম্যাচ জিতেছে। কিন্তু ৫টা ৩৬ মিনিটে সূর্যাস্তের পর জয়পুরে যখন ম্যাচ শুরুর আগে থেকেই শিশির পড়বে, ফলে দুই দলকেই সেই বাধা অতিক্রমের কৌশল ঠিক করেই মাঠে নামতে হবে। দিনের তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে রাজস্থানের জয়পুরেও দূষণের সমস্যা রয়েছে। শিশির যাতে ম্যাচে সমস্যা তৈরি না করে সে কারণে বিশেষ স্প্রে করার পরিকল্পনা রয়েছে।

New roles 👌
New challenges 👊
New beginnings 👍

Energies were high yesterday on Day 1 at the office for #TeamIndia T20I captain @ImRo45 & Head Coach Rahul Dravid. 👏 👏#INDvNZ pic.twitter.com/a8zlwCREhl

— BCCI (@BCCI) November 16, 2021

জয়পুরে বরাবরই ব্যাটিং সহায়ক পিচ প্রস্তুত করা হয়। ২০১৯ সালের আইপিএলে সাতটি ম্যাচের ৬টিতেই রান তাড়া করে জিতেছে বিভিন্ন দল। ফলে কালকের ম্যাচে দুই দলের অধিনায়কই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিতে পারেন। এই স্টেডিয়ামে মোট ৪৭টি টি ২০ ম্যাচ খেলা হয়েছে। প্রথমে ব্যাট করে কোনও দল জিতেছে ১৫ বার। বাকি ৩২টি ম্যাচেই রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছে বিভিন্ন দল। কোনও ম্যাচ টাই হয়নি। প্রথমে ব্যাট করলে এই মাঠে গড় স্কোর ১৫৮। রাজস্থান রয়্যালস ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১ উইকেটে ১৯৭ রান তুলেছিল। সেটিই এই মাঠে সর্বাধিক স্কোর। ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স ৯২ রানে অল আউট হয়েছিল। এটিই এই মাঠে সর্বনিম্ন স্কোর।

📸 📸: Some snapshots from #TeamIndia's 1⃣st practice session in Jaipur last evening. #INDvNZ pic.twitter.com/LcQsQVVNuR

— BCCI (@BCCI) November 16, 2021

ভারতীয় দল জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে ১৯৮৩ থেকে ২০১৩ সাল অবধি ১২টি একদিনের আন্তর্জাতিক খেলেছে। দুবার পাকিস্তান ও একবার করে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। ২০০৭ সালে জয়পুরে শেষবার ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। তবে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে ১ রানে ও নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল। এই মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৩ সালের ১৬ অক্টোবর। সেই ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারায় ৯ উইকেটে। জর্জ বেইলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলেছিল। ভারত ১ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয়। রোহিত শর্মা ১২৩ বলে ১৪১ রানে অপরাজিত ছিলেন। বিরাট কোহলি ৫২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। শিখর ধাওয়ান করেছিলেন ৯২। সেই পয়া মাঠেই রোহিত এবার পাকাপাকিভাবে দেশের টি ২০ অধিনায়ক হিসেবে নয়া ইনিংস শুরু করতে চলেছেন।

pic.twitter.com/nmcRwqCnB2

— BCCI (@BCCI) November 16, 2021

More INDIA VS NEW ZEALAND News  

Read more about:
English summary
Jaipur's Sawai Mansingh Stadium Ready To Host First Ever T20 International With Batting Friendly Wicket. Last International Match Has Been Played In This Ground Eight Years Ago.
Story first published: Tuesday, November 16, 2021, 14:57 [IST]