ভোটের আগে একের পর এক চমক বিজেপির, পূর্ব উত্তর প্রদেশেই কেন এত নজর মোদী-শাহের বাড়ছে জল্পনা

উত্তর প্রদেশর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। ভোট যত এগিয়ে আসছে তত বিজেপির তৎপরতা বাড়ছে। উত্তর প্রদেশে একের পর এক বড় প্রোজেক্টের উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবচেয়ে বড় বিষয় হল। প্রধানমন্ত্রী যেকটি বড় প্রকল্পের উদ্বোধন করেছেন গত কয়েক মাসে সবগুলিই কিন্তু উত্তর প্রদেশের পূর্বদিক কেন্দ্রীক। হঠাৎ করে সেদিকে নজর বেশি কেন দিচ্ছে বিজেিপ। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

একাধিক প্রকল্পের উদ্বোধন

একের পর একের প্রকল্পের উদ্বোধন শুরু হয়ে গিয়েছে উত্তর প্রদেশে। ৩৪১ কিলোমিটার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই ৩০২ কিলোমিটার দীর্ঘ আগ্রা-লখনউ এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেন। শুধু তাই নয়। একের পর এক চমক দিতে শুরু করে দিয়েছেন মোদী। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মোদী যুদ্ধ বিমানে করে অবতরণ করেন। যুদ্ধ বিমানে সড়কে অবতরণ করে মোদী বার্তা দিয়েছেন দেশের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে সড়কটি। এই প্রথম দেশে এমন কোনও সড়ক নির্মাণ হয়েছে যেখানে অনায়াসে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। যেকোনও জরুরি পরিস্থিতিতে প্রয়োজন হলে সেটা করতে পারে বায়ুসেনা। এদিন উদ্বোধনে বায়ুসেনার প্রদর্শনীও হয়েছে।

কেন পূর্ব উত্তর প্রদেশে বেশি নজর

পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ের উদ্বোধনের নেপথ্যে বিজেপির রাজনৈতিক কৌশল দেখছেন রাজনৈতিক মহল। সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। হাতে মাত্র আর কয়েকটা মাস বাকি। বলতে গেলে মাত্র ৩ মাস বাকি রয়েছে ভোটের। তার আগে একটু বেশিই উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দিকে নজর দিচ্ছে মোদী সরকার। ২০১৭ সালের ভোটের ফলাফল দেখেই বিজেপির এই রণকৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০১৭ সালে বিধানসভা ভোটে আগ্রা লখনউ এক্সপ্রেস ওয়ের ধারে ১০টি আসন পেয়েছিল। আর বিজেপি পেয়েছিল ৪৮টি আসন। বহুজন সমাজ পার্টি আর কংগ্রেস পেয়েছিল একটি করে আসন। অর্থাৎ উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে বিজেপির ভোট ব্যাঙ্ক বেশি। সেকারণেই সেখানে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে সেই ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখার চেষ্টা করছে বিজেপি। সেকারণেই একের পর এক প্রকল্পের উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করছে বিজেপি

২০১৪-র লোকসভা ভোট থেকেই উত্তর প্রদেশের পূর্বাঞ্চল বিজেপির শক্তিশালী ভোটব্যাঙ্ক। ১৯৯০ সালে গোরক্ষ পুর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। ২০১৪ সাল থেকে ঘাঁটি শক্ত হতে শুরু করেছিল সেখানে। ২৮টি জেলার ১৬৪টি আসন এই পূর্বাঞ্চলে। ৪০৩ আসনের বিধানসভা কেন্দ্রের মধ্যে ৩৩ শতাংশ আসন এই পূর্বাঞ্চলেই রয়েছে উত্তর প্রদেশে। ২০১৪ সালের লোকসভা ভোটে উত্তর পূর্বাঞ্চলের গোটা এলাকায় প্রায় গেরুয়া ঝড় বয়েছিল। ১৬৪টি আসনের মধ্যে ১১৫টি আসন পেয়েছিল বিজেপি। সেখানে সমাজবাদী পার্টি ১৭টি আসন পেয়েছিল বিএসপি পেয়েছিল ১৪টি আসন। আর কংগ্রেস পেয়েছিল ২টি আসন। ২০১৯-র লোকসভা ভোটেও পূর্বাঞ্চল থেকে সেই বিপুল পরিমান ভোট পেয়েছিল। উত্তর প্রদেশের জয়ের সিংহভাগ আসনই পূর্বাঞ্চল থেকেই পাওয়া গিয়েছিল।

বিশেষ নজর মোদী-শাহের

উত্তর প্রদেশে ভোটের দামামা বাজার সঙ্গে সঙ্গে কমপক্ষে ৫ বার পূর্বাঞ্চলে সফর করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে কুশীনগরে আন্তর্জাতির বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন। এছাড়া ৫,২২৯ কোটি টাকা খরচ করে বারাণসীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছিলেন তিনি। ২৫০০ শয্যার বিশেষ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উত্তর প্রদেশের একের পর এক প্রকল্পের উদ্বোধন করে বিজেপি বুঝিয়ে দিয়েছে ভোট ব্যাঙ্ক সুরক্ষিত রাখতেই এই প্রচেষ্টা। কারণ গত কয়েক মাসের মধ্যেই ভোট। তার আগে ঘর সুরক্ষিত করার চেষ্টা চলছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More NARENDRA MODI News  

Read more about:
English summary
BJP action on Uttar Pradesh