বঙ্গ বিজেপির লাইন নিল কেরলের তৃণমূল! সিপিআইএম সরকারের বিরুদ্ধে যে অস্ত্রে শান

কেন্দ্রের বিজেপি (BJP) সরকার পেট্রোলে (Petrol) লিটার পিছু ৫ টাকা এবং ডিজেলে (Diesel) লিটার পিছু ১০ টাকা কমানোর পরে বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলিও তাদের ভাগের কর কমিয়ে রাজ্যবাসীকে রেহাই দিয়েছে। যদিও সেই পথে হাঁটতে এখনও নারাজ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। যদিও কেরলের তাঁদের দল কেরল সরকারের কাছে পেট্রোল ও ডিজেলের ওপর থেকে শুক্ল কমানোর দাবি জানিয়েছে।

আন্দোলনের ডাক কেরল তৃণমূলের

কেরল তৃণমূলের তরফ থেকে ১৬ নভেম্বর বিকেল পাঁচটায় দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে কর্মসূচির কথা জানানো হয়েছে। তাদের পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে কেরলে সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার পেট্রোল ও ডিজেলের ওপর থেকে কর কমাতে রাজি নয়। কেরল তৃণমূল বলেছে, কেন্দ্রীয় সরকার প্রতিদিনের ভিত্তিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর পরে তা খুব সামান্যই কমিয়েছে। এরই প্রতিবাদে তৃণমূলের এর্নাকুলাম জেলা কমিটি মঙ্গলবার এর্নাকুলামে এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচি একইসঙ্গে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও।

পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে তৃণমূলের অবস্থান

গতমাসেই যেখানে পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধির প্রতিবাদ করে তৃণমূলের তরফ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও গরুর গাড়িতে চড়ে আবার কোথাও বাইকের শ্রাদ্ধ করে প্রতিবাদ জানানো হয়েছিল। মিঠিল করা হয়েছিল বিভিন্ন জায়গায়। যদিও ৩ নভেম্বর কেন্দ্রীয় সরকার কর হ্রাসের পরে পশ্চিমবঙ্গ তৃণমূলের তরফে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সম্ভাবনা নেই। তৃণমূলের তরফে কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, দাম প্রচুর বাড়িয়ে অল্প কমানো হয়েছে। একইসঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করে দাবি করা হয়েছে, কোনও রাজ্যে এত প্রকল্প নেই। এই প্রকল্প চালু রাখতে গেলে টাকার প্রয়োজনের কথাও বলা হয়েছে রাজদ্যের শাসকদলের তরফে।

পেট্রোল ও ডিজেলের দাম নিয়ে বঙ্গ বিজেপি

এদিকে বঙ্গ বিজেপি বলছে, কেন্দ্রের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সুবিধা রাজ্য সরকারও নিয়েছে। কিন্তু কেন্দ্রের পাশাপাশি ২৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিক অঞ্চল ভ্যাট কমালেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটতে রাজি নন। এনিয়ে বিজেপি যেমন বিভিন্ন জায়গায় প্রতিবাদের কর্মসূচি নিয়েছে, অন্যদিকে কটাক্ষ করে বলেছে, মুখ্যমন্ত্রী সবেতেই বলেন, এগিয়ে বাংলা। কিন্তু উত্তরপ্রদেশ অসমের মতো রাজ্য তো গোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি দিদির স্লোগান ভাঁওতা, প্রশ্ন করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা ও তিরুবনন্তপুরমে পেট্রোল ও ডিজেলের মূল্য

এদিন কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৪.৬৭ টাকায়। অন্যদিকে ডিজেলের মূল্য লিটার পিছু ৮৯.৭৯ টাকা। এদিন কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.৩৫ টাকায় এবং ডিজেল বিক্রি হচ্ছে ৯৩.৪৭ টাকায়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More TRINAMOOL CONGRESS News  

Read more about:
English summary
Although TMC Govt in West Bengal denied, Kerala TMC demands reduce taxes on Petrol and Diesel to CPIM led LDF Govt.