বিজেপি বিধায়ক বেলাগাম, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তৃণমূল প্রার্থীকে তাড়া করার নিদান
তৃণমূল কংগ্রেস প্রার্থীকে দেখলেই তাড়া করার নিদান দিলেন বিজেপি বিধায়ক। খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনেই দলের বিধায়ক নিদান দিলেন, তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া করুন। শনিবার লের এক কর্মিসভায় এমনই নিদান দিয়েছেন ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। তিনি জানিয়েছেন, তৃণমূলকে কোনওভাবেই জমি ছাড়া যাবে না।

তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া করুন
ত্রিপুরায় এবার পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দিয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহে হবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন-সহ ২০ পুরসভায় ভোট। সেই নির্বাচনের আগে তৃণমূলকে নিয়ে উদ্গিগ্ন বিজেপি বিধায়ক জানিয়ে দিলেন, কোনওভাবেই তৃণমূলকে জমি ছাড়া যাবে না। তাই তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া করুন।

ত্রিপুরায় রাজত্ব করব আমরাই : বিজেপি বিধায়ক
বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত বলেন, ত্রিপুরায় রাজত্ব করব আমরাই। কাউকে কোনওভাবেই রেয়াত করা হবে না। কাউকে কোনও জমি ছাড়া হবে না। হাজার হাজার ভোট দিয়ে ভোটবাক্স ভরাতে হবে। আমি তোমাদের জন্য কাজ করি। তোমাদেরও আমাকে লিড দিতে হবে। কাউকে ছাড়বে না। তৃণমূল প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই তাড়া করবে।

তৃণমূলের সঙ্গে বিজেপির প্রবল সংঘাত
তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে ত্রিপুরার রামনগরের বিধায়ক সুরজিৎ দত্ত এমনই নিদান দেন। বলেন, কোনও কার্সি নয়, কোনও মার্সি নয়। বিজেপি বিধায়কের ওই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল এগোতে চাইছে। ত্রিপুরায় তৃণমূলের সঙ্গে বিজেপির প্রবল সংঘাত চলছে। সেই আবহে এবার বিজেপির সঙ্গে লড়াই অন্য মাত্রা পেয়েছে।

পুরভোট তৃণমূলের চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্র
২০২৩-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবার কোমর বেঁধে লড়াইয়ে নামছে তৃণমূল। বাংলায় বিজেপির বিরুদ্ধে বিপুল জয় হাসিল করার পর তৃণমূল ত্রিপুরাকে পাখির চোখ করেছে। তার আগে পুরসভা ভোটকে তৃণমূল চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্র হিসেবে তুলে ধরতে চায়। তাই তড়িঘড়ি পুরসভা ভোটের প্রার্থী দাঁড় করানো এবং প্রচারে ঝড় তোলার চেষ্টা করছে তৃণমূল।

তৃণমূলের ২ বিধায়ককে হোটেলে ঢুকতে বাধা
শুধু তাড়া করার হুমকি দিয়েই ক্ষান্ত থাকেনি বিজেপি। তার আগে তৃণমূলের ২ বিধায়ককে হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি হোটেলে ঢুকে তৃণমূলের দুই বিধায়ককে হোটেল ছাড়া করতে হুমকি দিয়ে আসে। হোটেলের মালিককে হুমকি দেওয়া হয়। শেষমেশ আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

বিজেপি ভয় পেয়েছে তৃণমূলকে
মামলার পর হোটেলে ঢুকতে পারেন তৃণমূল বিধায়করা। তৃণমূলের তরফে পুলিশ সুপার, এসডিপিওর কাছে অভিযোগ জানানো হয়। সেইসঙ্গে আদালতের অর্ডারও দেখান তাঁরা। তৃণমূল অভিযোগ করে, বিজেপি ভয় পেয়ে তৃণমূলকে ঘুরপথে আটকানোর চেষ্টা করছে। কিন্তু সেই অভিষন্ধি পূরণ হবে না বিজেপির।