রামায়নের হনুমানের সঙ্গে তুলনা! দেশে ভ্যাকসিন এনেছেন মোদীজিই, দাবি দিলীপ ঘোষের

ভারতে করোনা ভ্যাকসিন (Corona Vacccine) এনেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। যদি শনিবার মেদিনীপুরের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে বিজেপি (BJP) সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্য শোনা যায়, তাহলে তার অর্থ সেটাই দাঁড়ায়। আর তা বলতে গিয়েই প্রধানমন্ত্রী মোদীকে রামায়নের হনুমানের সঙ্গে তুলনা করেছেন, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

নরেন্দ্র মোদী ভ্যাকসিন নিয়ে এসে বাঁচিয়েছেন

মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই মোদীকে রামায়নের হনুমানের সঙ্গে তুলনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মোদীজিও হনুমানজির মতো ভ্যাকসিন নিয়ে এসে দেশের মানুষকে বাঁচিয়েছেন। তিনি বলেছেন, রামচন্দ্র যখন সংকটে পড়েছিলেন, সেই সময় হনুমানজি বিশল্যকরণী নিয়ে এসে লক্ষ্মণকে বাঁচিয়েছিলেন। মোদীজিও ভ্যাকসিন নিয়ে এসে হনুমানজির মতো দেশের মানুষকে বাঁচিয়েছেন।

দেশের নামে জয়জয়কার

দিলীপ ঘোষ বলেছেন, ভারতের গৌরব এক দেশে দেশে। দেশের সংস্কৃতির জয়জয়কার হচ্ছে। এর পিছনে রয়েছে দেশের যোগ্য নেতৃত্ব। তিনি কটাক্ষ করে বলেছেন, যাঁরা দেশের সুখে খুশি নন, দুঃখী, তাঁরা সারাজীবন এমনই থাকবেন। দেশের মানুষ ভরসা করেছেন মোদীকে, তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

মোদীজি না থাকলে দেশ বাঁচত না

মেদিনীপুর শহরের কেরানিতলায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বস্ত্রবিতরণও করেন। তিনি বলেন, চরম দুঃখের সময়ে কেন্দ্রের বিজেপি সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশ্বের বড় দেশগুলি স্বীকার করেছে, মোদীজি না থাকলে, দেশ বাঁচানো যেত না। মেদিনীপুরের সাংসদ বলেছেন, ইউরোপ-আমেরিকার মতো উন্নত জায়গায় যেখানে বহু মানুষ মারা গিয়েছে, সেখানে ভারতে মৃত্যুর হার কম। অনুষ্ঠানে তিনি এবার কালীপুজো-দিওয়ালীতে দেশের দ্রব্য ব্যবহার করে চিনের দ্রব্য বয়কটে প্রতিবেশী দেশের ক্ষতির কথাও উল্লেখ করেন।

বিরোধীদের কটাক্ষ

দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধীরা। তারা বলেছে, যদি দিলীপ ঘোষের কথা মানতে হয়, তাহলে দেশের অগ্রগতিতে বিজ্ঞানীদের অবদানই অস্বীকার করতে হয়। দেশের সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা তাদের মতো করে সারা বছরেই গবেষণা চালায়। তারই ফলস্বরূপ এই দেশের একাধিক সংস্থা করোনার টিকা নিয়ে বাজারে এসেছে। সেখানে বাজারে টিকা আনায় মোদীর অবদান কতটুকু, সেই প্রশ্ন তুলেছেন তারা। এব্যাপারে তারা বলেছেন, গত বছরে একটা সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন খুব তাড়াতাড়িই বাজারে টিকা এসে যাবে। কিন্তু দেশে তখনই টিকা নিয়ে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালই হয়নি। তারও প্রায় মাস চারেক পরে এবছরের শুরুতে দেশে প্রথম স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়। বিরোধীরা বলছে, প্রচলিত নিয়ম অনুযায়ী, সরকার সংস্থাগুলিকে সাহায্য করেছে। দেশের মানুষের জন্যই সেটা সবসময়ই যে সরকার ক্ষমতায় থাকে তারা করে থাকে বলেও মন্তব্য করেছে বিরোধীরা।

গোয়াতেও এবার 'দুয়ারে সরকার'! কেন্দ্রের বিজেপি সরকারের অর্ধেক প্রকল্প 'বাংলা মডেলে'র, তীব্র কটাক্ষ তৃণমূলেরগোয়াতেও এবার 'দুয়ারে সরকার'! কেন্দ্রের বিজেপি সরকারের অর্ধেক প্রকল্প 'বাংলা মডেলে'র, তীব্র কটাক্ষ তৃণমূলের

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More DILIP GHOSH News  

Read more about:
English summary
Dilip Ghosh compares Narendra Modi with Corona vaccine with Hanuman of epic Ramayana. As Hamuman of Ramayana saved Laxmana through Vishalyakarani.
Story first published: Sunday, November 14, 2021, 11:36 [IST]