আশঙ্কা আগে থেকে ছিলই। উৎসবের মরশুমের পর এবার দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। চলতি বছরের এপ্রিল-মে মাসে দ্বিতীয় ঢেও আছড়ে পড়ার পড়া থেকে শিক্ষা নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এবার আর কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না তারা। দেশের মোট ১৯টি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের জন্য ৮৪৫৩.৯২ কোটি টাকা অনুদান পাঠাল তারা৷
শনিবার অর্থমন্ত্রক জানিয়েছে, মূলত স্বাস্থ্যক্ষেত্রের একাধিক ফাঁক ফোকর ভরাট করতেই এই বিপুল অর্থ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ, এই অর্থ দিয়ে যেন শীঘ্রই তৃণমূল স্তর থেকে শুরু করে স্বাস্থ্যব্যবস্থার সমস্ত ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়ন করা হয়। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে এই অর্থ বরাদ্দ করেছে অর্থমন্ত্রক৷
২০২১-২২ থেকে শুরু করে ২০২৫-২৬ অর্থবর্ষে সর্বমোট ৪২৭৯১১ কোটি টাকা রাজ্যগুলিকে দেওয়ার কথা প্রস্তাবিত হয়েছে অর্থ কমিশনের সুপারিশ। এবারে যে উনিশটি রাজ্য অর্থ পেল তারা হল, অন্ধ্রপ্রদেশ (৪৮৮.১৫২ কোটি) , অরুনাচল প্রদেশ(৪৬.৯৪৪ কোটি), অসম( ২৭২.২৫০ কোটি), বিহার ( ১১৬.৩০৫ কোটি), ছত্তিসগড় ( ৩৮৮.৭৯৪ কোটি),হিমাচল প্রদেশ (৯৮ কোটি),ঝাড়খণ্ড (৪৪৪.৩৯৮ কোটি), কর্নাটক( ৫৫১.৫৩ কোটি),মধ্যপ্রদেশ (৯২২.৭৯৯ কোটি),মহারাষ্ট্র (৭৭৮ কোটি), মনিপুর (৪২.৮৭৭ কোটি), মিজোরাম ( ৩১.১৯ কোটি), উড়িষ্যা (৪৬১.৭১ কোটি), পঞ্জাব (৩৯৯.৬৫ কোটি),রাজস্থান (৬৫৬.১৭ কোটি), সিকিম (২০.৯৭ কোটি), তামিলনাড়ু (৮০৫.৯২ কোটি), উত্তরাখণ্ড ( ১৫০ কোটি) এবং পশ্চিমবঙ্গ (৮২৮ কোটি)।
অর্থমন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, ' কমিশনের সুপারিশে এই অর্থ অনুদান বাবদ দেওয়া হল। মোট ৭০, ০৫১ কোটি টাকা স্বাস্থ্য বাবদ অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৩,৯২৮ কোটি টাকা গ্রাম্য অঞ্চলে উন্নয়নের জন্য এবং ২৬, ১২৩ কোটি টাকা শহরাঞ্চলের উন্নয়নের জন্য বরাদ্দ করা হবে। সর্বক্ষেত্রেই যাতে স্থানীয় চিকিৎসা কেন্দ্র গুলি উন্নত হয়, তার দিকে নজর দেওয়া হবে৷'
তবে শুধুই স্বাস্থ্যকেন্দ্র নয়, অর্থমন্ত্রক ডায়াগনোসিসের জন্যও বিশেষ পরিমাণ অর্থ বরাদ্দ করেছে। গ্রাম্য এলাকায় যাতে গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো যেতে পারে, তার জন্য ১৬ হাজার ৩৭৭ কোটি টাকা বরাদ্দ করেছে তারা। একই কারণে ৫২৭৯ কোটি টাকা বরাদ্দ করেছে ব্লক স্তরে।
প্রসঙ্গত, এর আগে মুর্শিদাবাদ ও কল্যানীতে দুটি অস্থায়ী করোনা হাসপাতাল তৈরির জন্যও প্রধানমন্ত্রী কেয়ার্স তহবিল থেকে বড় অঙ্কের টাকা দিয়েছিল কেন্দ্র। তবে এবার শুধু পশ্চিমবঙ্গ নয় সঙ্গে বেশ কয়েকটি রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ পেল৷