কলকাতায় লুইজিনো ফেলেইরো
কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা লুইজিনো ফেলেইরো। নির্বাচনী প্রচার কৌশল নিয়ে আলোচনা করতেই তিনি কলকাতায় বলে জানা গিয়েছে। তবে অন্যদিকে জল্পনা, রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে দেওয়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। ১৬ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অসমের সুস্মিতে দেবের মতোই লুইজিনো ফেলেইরো পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ফের অশান্তি আগরতলায়
আগরতলা পৌর নিগমের নির্বাচনের আগে ফের অশান্তি। ১১ নম্বর ওয়ার্ডে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা ফেস্টুন নষ্ট করার সময় বাধা দেওয়ায় সরকারি কর্মী শেখর দেববর্মাকে মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে সে জিবি হাসপাতলে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের তিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
বনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি বিজেপি বিধায়কের
বনগাঁর তৃণমূল নেত্রী আলোরানি সরকারেকে হুমকি বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, তাদের কোনও নেতার গায়ে যদি হাত পড়ে এবং মিথ্যা মামলায় ফাঁসানো হয়, তেহলে আস্ত শরীর নিয়ে এলাকায় ফিরে যেতে পারবেন না তৃণমূল নেত্রী। পাশাপাশি ওই বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন, নেত্রী স্বামী নেত্রীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন।
উদ্ধার সুবীর চাকির একাধিক কার্ড
গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে সুবীর চাকির হত্যাকাণ্ডের ঘটনায় তল্লাশি ডায়মন্ডহারবারের বিভিন্ন খাল ও নালায়। মূল অভিযুক্ত ভিকি হালদারকে নিয়ে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যে ফার্নরোডের ড্রেন থেকে ১৩ টি কার্ড উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য কলকাতা থেকে পালিয়ে মুম্বই গিয়ে এক নির্মীয়মান বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ নিয়েছিল ভিকি। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।