উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ নভেম্বর সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস দেওয়া হয়নি। আগামী দু-তিন দিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এরপরেই তাপমাত্রা আর বাড়বে না বলেও জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ১৫ নভেম্বর সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিনে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। তবে এর পরেই তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২০.৫
বালুরঘাট ১৪.৮
বাঁকুড়া ২১.৬
ব্যারাকপুর ২৩.২
বহরমপুর ১৭.২
বর্ধমান ১৬.৪
ক্যানিং ২২.৬
কোচবিহার ১৪.৮
দার্জিলিং ৮
দিঘা ২৩.৫
কলকাতা ২৩.৩
মালদহ ২১.২
পানাগড় ২২.৩
পুরুলিয়া ২০.১
শিলিগুড়ি ১৪.৪
শ্রীনিকেতন ২১.৭
কোথাও বৃষ্টি, কোথাও কুয়াশা
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত উত্তর তামিলনাড়ুর ওপরে অবস্থান করছে। এছাড়াও একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত এলাকা থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলের ওপর দিয়ে ওড়িশার উত্তর উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে।
অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত থাইল্যান্ড এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে। যার জেরে অপর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণ আন্দামান সাগরের ওপরে। যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ১৫ নভেম্বর নাগাদ পূর্ব মধ্যে এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
এর জেরে আগামী দুদিন কেরলে এবং আগামী পাঁচ দিন তামিলনাড়ু, কাড়াইকাল, পুদুচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ওড়িশা ও উপকূল অন্ধ্রপ্রদেশেও বৃষ্টির সম্ভানা রয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী দুদিন মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।