বিজেপির উত্তর প্রদেশ জয়ই দরজা খুলবে ২০২৪-এর! কর্মীদের কাছে প্রচারে টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

২০২৪-এর নির্বাচনে (General Election 2024) জিততে গেলে যে উত্তর প্রদেশের বিধানসভা (Uttar Pradesh Assembly ELection 2022) নির্বাচনে জয় জরুরি, তা একবার ফের স্মরণ করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার তিনি গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নির্বাচনী ক্ষেত্র বারানসীতে (Varanasi)। সেখানেই তিনি বলেন, প্রত্যেক বিজেপি (BJP) কর্মীকে অন্তত তিনটি পরিবারের ভোট নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন, উত্তর প্রদেশের জয়ই ২০২৪-এর জন্য দরজা থুলে দেবে।

একই মঞ্চে অমিত শাহ আর যোগী আদিত্যনাথ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অমিত শাহ ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে বারাণসীতে হওয়া দলীয় অনুষ্ঠানের মঞ্চে অমিত শাহের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। প্রায় একঘন্টা তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে তিনি বুথ পর্যায়ে প্রচার জোরদার করার জন্য খুব তাড়াতাড়ি বুথ কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন।

অমিত শাহের টার্গেট

অমিত শাহ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, দলের প্রত্যেক কর্মী-সমর্থককে অন্তত ৬০ জনকে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করতে হবে। সেখান থেকে অন্তত ২০ জন যাতে বিজেপিকে ভোট দেন, তাও দেখতে হবে বলে জানিয়েছেন। পাশাপাশি অন্যদিকে থেকে দলের প্রত্যেক কর্মীকে অন্তত তিনটি পরিবারের ভোটকে নিশ্চিত করতে হবে বলেও টার্গেট বেঁধে দিয়েছেন তিনি।

অমিত শাহ বলেছেন, ২০২২২-এর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে সাধারণ কোনও নির্বাচন বলে ধরলে ভুল করা হবে। এই নির্বাচন হল, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন, দেশকে তুলে ধরার নির্বাচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দলের কর্মীরা যেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বেশেষ করে বিনামূল্যে গ্যাসের সংযোগ এবং কৃষকদের জন্য প্রকল্পগুলিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। তবে অমিত শাহ পঞ্জাব ও হরিয়ানায় কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, তা নিয়ে কোনও কথা বলেননি।

উত্তর প্রদেশের নির্বাচনই দরজা খুলবে ২০২৪-এর নির্বাচনের

অমিত শাহ দেশে কংগ্রেসের শাসনের সঙ্গে তুনা করেন। তিনি বলেন, দীর্ঘ বছরের পর বছর ধরে কংগ্রেসের কর্মীরা দুর্নীতিতে মদত দিয়েছেন, বিভেদের রাজনীতি করেছেন। যদি বিজেপি কংগ্রেসের মতো বড় সময়ে দেশ শাসনের সুযোগ পেত, তাহলে দেশ বিশ্বে অর্থনৈতিক শক্তিতে পরিণত হত। তিনি আরও দাবি করেন, যোগী আদিত্যনাথের শাসন কালে উত্তর প্রদেশে মাফিয়া ও গুণ্ডারাজ নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তী পাঁচ বছরের জন্য আরও ভাল উত্তর প্রদেশ তৈরি করতে চায় বিজেপি। পাশাপাশি তিনি বলেন, উত্তর প্রদেশের এই নির্বাচনের ফলই ২০২৪-এর দেশে সাধারণ নির্বাচনের জন্য দরজা খুলে দেবে।

যেতে হবে ঘরে ঘরে

অমিত শাহ বলেছেন, দলের কর্মীদের ঘরে ঘরে প্রচারে যেতে হবে আর বহুজন সমাজ পার্টির মায়াবতী এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের সময়ের কথা তুলে ধরতে হবে। এবারের উত্তর প্রদেশ সফরে অমিত শাহ অখিলেশ যাদবের লোকসভা কেন্দ্র আজমগড়েও যাবেন। অন্যদিকে অখিলেশ যাদব যাবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শক্ত ঘাঁটি বলে পরিচিত গোরক্ষপুরে।

More AMIT SHAH News  

Read more about:
English summary
As UP election is round the corner, Amit Shah says, win in UP Assembly edlection will open the doors to 2024 General Election.