খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম কারণ উল্লেখ করলেন সুনীল ছেত্রী, মিতালি রাজকে জয়ের অভিনন্দন
রাষ্ট্রপতি ভবনে আজ জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অলিম্পিক ও প্যারালিম্পিকে পদকজয়ীদের সঙ্গেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও ভারতীয় মহিলা দলের টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক মিতালি রাজ। দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলরত্ন মিতালিকে অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সুনীল ছেত্রী দেশের প্রথম ফুটবলার হিসেবে খেলরত্নে ভূষিত হলেন।

(ছবি- প্রেসিডেন্ট অব ইন্ডিয়া টুইটার)
২০০২ সালে মোহনবাগানে কেরিয়ার শুরু সুনীল ছেত্রীর। জাতীয় দলে অভিষেক হয় ২০০৫ সালে। সুনীল ছেত্রী বলেছেন, ১৯ বছর ধরে খেলা চালিয়ে যেতে পারাই আমার খেলরত্ন পুরস্কার পাওয়ার অন্যতম কারণ। ম্যাসিওর, ফিজিও, চিকিৎসকদের প্রতিও সে কারণে ধন্যবাদ জ্ঞাপন করেছেন ছেত্রী। তাঁদের জন্যই যে এতদিন ধরে তিনি মাঠে খেলতে পারছেন সে কথা জানাতে ভোলেননি ভারত অধিনায়ক। তিনি আরও বলেন, অনেক সময়ই মনে হয়েছে আর বুঝি খেলা চালিয়ে যেতে পারব না। কিন্তু পেরেছি আপনারা ছিলেন বলে। এআইএফএফের তরফে প্রকাশ করা বিবৃতিতে যে সব ক্লাবের হয়ে তিনি খেলেছেন সেই কর্মকর্তা, সতীর্থ, সমর্থকদের পাশাপাশি জাতীয় দলের সতীর্থ, নিজের পরিবার-সহ সকলের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিয়েছেন সুনীল। তিনি বলেছেন, আমার আনন্দে কিংবা খারাপ সময়ে আপনারা সকলে পাশে থেকেছেন। চড়াই-উতরাই পেরিয়ে আপনারাও আমার সঙ্গে স্বপ্ন দেখেছেন, তাই প্রত্যেকের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নিচ্ছি। উল্লেখ্য, ভারতের হয়ে ১২৫টি ম্যাচে ৮০টি গোল রয়েছে সুনীল ছেত্রীর। অর্জুন, পদ্মশ্রী পাওয়ার পর দেশের প্রথম ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কার পাওয়ায় সুনীলকে অভিনন্দন জানিয়েছেন এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেল ও সচিব কুশল দাস।
The flagbearer of Indian Women’s Cricket @BCCIWomen has added another feather to her cap.
— Jay Shah (@JayShah) November 13, 2021
Congratulations to @M_Raj03 for becoming the first Indian woman cricketer to receive the prestigious Major Dhyan Chand Khel Ratna Award. We are proud of you. pic.twitter.com/pvZrDHyYGo
President Kovind confers Major Dhyan Chand Khel Ratna Award, 2021 on Ms Mithali Raj in recognition of her outstanding achievements in Cricket.
— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
· Highest run-scorer in Women's International Cricket
· Only woman cricketer to surpass the 7000 run mark in Women's ODI matches pic.twitter.com/oc3mpiUy8R
দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে খেলরত্ন পেলেন মিতালি রাজ। ভারতের টেস্ট ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ককে তাই অভিনন্দন জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। টুইটে তিনি লিখেছেন, দেশের মহিলা ক্রিকেটের পতাকাবাহককে অভিনন্দন, তাঁর মুকুটে আরও একটি পালক যোগ হল। আমরা সকলেই তাঁর জন্য গর্বিত।
President Kovind confers Major Dhyan Chand Khel Ratna Award, 2021 on Shri Neeraj Chopra in recognition of his outstanding achievements in Athletics.
— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
• Gold Medal at Tokyo Olympics 2020
• Gold Medal at Gold Coast CWG 2018
• Gold Medal at Asian Games, Jakarta 2018 pic.twitter.com/ydIRuBdNrO
President Kovind confers Major Dhyan Chand Khel Ratna Award, 2021 on Ms. Lovlina Borgohain in recognition of her outstanding achievements in Boxing.
— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
· Bronze Medal at Tokyo Olympics, 2020
· Bronze Medal at AIBA World Women Boxing Championship, 2019 pic.twitter.com/s8jgZVUN3n
সুনীল ও মিতালি ছাড়াও আরও যে দশজন খেলরত্ন পেলেন তাঁরা হলেন টোকিও অলিম্পিকের পদকজয়ীরা। জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া, রবি কুমার (কুস্তি), লাভলিনা বরগোঁহাই (বক্সিং), পি আর শ্রীজেশ (হকি), অবনী লেখরা (প্যারা শুটার), সুমিত আন্তিল (প্যারা অ্যাথলেটিক্স), প্রমোদ ভগত (প্যারা ব্যাডমিন্টন), কৃষ্ণ নাগার (প্যারা ব্যাডমিন্টন), মণীশ নারওয়াল (প্যারা শুটিং), মনদীপ সিং (হকি)। ভারতীয় হকি দলের অধিনায়ক মনদীপ ও গোলকিপার শ্রীজেশ ছাড়া অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের বাকি সদস্যরা অর্জুন পুরস্কার পেলেন।
President Kovind confers Arjuna Award, 2021 on Shri Shikhar Dhawan in recognition of his outstanding achievements in Cricket.
— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
• Fastest Indian to reach 2000 and 3000 runs in ODI Cricket
• Second fastest Indian to reach 4000 and 5000 runs in ICC ODI Cricket pic.twitter.com/mGBlsqaUmj
শিখর ধাওয়ান-সহ মোট ৩৫ জন পেলেন অর্জুন। লাইফটাইম ও রেগুলার ক্যাটেগরিতে পাঁচজন করে মোট ১০ জন দ্রোণাচার্য পুরস্কার পেলেন। এর পাশাপাশি ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রদান করা হয় এদিন।
President Kovind confers Major Dhyan Chand Khel Ratna Award, 2021 on Ms Avani Lekhara in recognition of her outstanding achievements in Para Shooting.
— President of India (@rashtrapatibhvn) November 13, 2021
• Gold Medal in Women's 10 Air Rifle in 2020 Tokyo Paralympics
• Bronze Medal in Women's 50m Rifle in 2020 Tokyo Paralympics pic.twitter.com/kBhPpRsJT0