গোয়ার দায়িত্বে তৃণমূল নিয়োগ করছে মহুয়া মৈত্রকে
২০২২-এ আসন্ন বিধানসভা ভোট পশ্চিমের ছোট রাজ্য গোয়ায়। মাত্র ৪০ আসনের বিধানসভা। এবার তৃণমূল পাখির চোখ করেছে গোয়া বিধানসভা নির্বাচনে জিতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে। সেই লক্ষ্যে তাঁরা বিরোধী হিসেবে কংগ্রেসের বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছে। ইতিমধ্যেই কংগ্রেস ভেঙে তৃণমূল সংগঠন বাড়িয়ে নেওয়ারা খেলা চালাচ্ছে। এবার গোয়ায় সংগঠন বিস্তারের কাজে তৃণমূল নিয়োগ করতে চাইছে মহুয়া মৈত্রকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হয়ে পশ্চিমমুলুকে পাড়ি
মহুয়া মৈত্রের ইংরেজিতে বাগ্মিতা, জনসংযোগের ক্যারিশ্মা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে চাইছে তৃণমূল। সেজন্যই তাঁকে গোয়ার মতো রাজ্যে পাঠানোর ভাবনা। ২০২২-এ গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে মহুয়া মৈত্রকে গুরু দায়িত্ব দিয়েছে তৃণমূল। এবার তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি হিসেবে গোয়ায় সংগঠনের রাশ ধরবেন।
গোয়া দখলের ছক সাজাবেন মহুয়া মৈত্র
মহুয়া জানিয়েছেন দল তাঁকে দায়িত্ব দিয়েছেন। তিনি যেমন কৃষ্ণনগরে ঘুরে ঘুরে সংগঠনের তদারকি করেছেন। একটা ভিত গড়ে তুলেছিলেন, তেমনই গোয়ায় তিনি একই ধাঁচে কাজ করবেন। আগামী দু-একদিনের মধ্যে তিনি গোয়ায় দায়িত্ব বুঝে নেবেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তিনি গোয়া দখলের ছক সাজাবেন।
গোয়ার সংগঠনে কাজে লাগাতে চাইছে তৃণমূল
২০১৯ সালের তিনি কৃষ্ণনগরের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর সংসদে প্রশংসা কুড়িয়েছিলেন। তাঁর যুক্তি, বক্তৃতা মন কেড়ে নিয়েছিল স্বল্প সময়েই। বিদেশে বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তাঁর ইংরেজি বাচনভঙ্গি, বাগ্মিতা এককথায় তুখোড়। তাতেই তিনি অনেককে কাত করে দিতে পারেন। এবার তাঁকে গোয়ার সংগঠনে কাজে লাগাতে চাইছে তৃণমূল।
গোয়ার সেনাপতি করে মহুয়া মৈত্রকে পাঠানোর সিদ্ধান্ত
এদিনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। তাঁর হাত ধরে তৃণমূলে এসেছিলেন কংগ্রেসের বেশ কিছু নেতা-নেত্রী। এখন তাঁকে রাজ্যসভায় পাঠানো এবং গোয়ার সেনাপতি করে মহুয়া মৈত্রকে পাঠানোর সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ।
গোয়ায় যুদ্ধ জয়ে কোমর বেঁধেই নামছে তৃণমূল
গোয়া দখলে তৃণমূল এক ইঞ্চি জমিও ছাড়বে না। ক্রমেই তা স্পষ্ট হচ্ছে। পশ্চিম ভারতের এই দ্বীপ রাজ্যে রাজনৈতিক জমি আরও শক্ত করতে তৃণমূল ছক সাজাচ্ছে। লুইজিনহো ফেলেইরো তো আছেনই। সামনে সপ্তাহে গোয়া যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাচ্ছেন মহুয়া মৈত্র। গোয়ায় যুদ্ধ জয়ে কোমর বেঁধেই নামছে তৃণমূল।