নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল নির্বাচন নিয়েও শুরু বিতর্ক। গতকালই নির্বাচকরা টেস্ট দল বেছে নিয়েছেন। এমনিতেই টি ২০ বিশ্বকাপে ব্যর্থতার পর টি ২০ দল থেকে যাঁদের বাদ দেওয়া হয়েছে তাঁদের বাদ দেওয়ার কারণ জানিয়ে দেওয়া নির্বাচকদেরই দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন সুনীল গাভাসকর। টেস্ট দল থেকে হঠাৎ হনুমা বিহারীকে বাদ দেওয়া নিয়েও জলঘোলা শুরু হয়েছে।
হনুমা বিহারী শেষ টেস্ট খেলেছিলেন গত জানুয়ারিতে। সিডনি টেস্টে চোট উপেক্ষা করেও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিলেন। ছয়ে নেমে ২৩৭ মিনিট ক্রিজে থেকে হনুমা ১৬১ বলে ২৩ রান করেছিলেন। অশ্বিন ১৯০ মিনিট ক্রিজে থেকে ১২৮ বলে ৩৯ রান করেছিলেন। এরপর আর টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাননি। আইপিএলেও দল না পেয়ে কাউন্টি খেলতে যান হনুমা বিহারী। কাউন্টিতেও তেমন সাফল্য মেলেনি। কাউন্টি একাদশের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ২৪ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৩ রান করেছিলেন। চলতি মাসে চণ্ডীগড়ের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি টি ২০-তে তিনি ৫৭ রান করেন। টুর্নামেন্টে চারটি উইকেটও পান হায়দরাবাদের এই ক্রিকেটার।
এবার ঘরের মাঠে টেস্ট সিরিজের দলে হনুমাকে না রাখার সিদ্ধান্ত যে নির্বাচকরা নিয়েছেন তার কারণ নিয়ে নানা জল্পনা চলছে। তবে যেটা বোর্ডসূত্রে জানা যাচ্ছে, ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ই বিসিসিআইকে অনেক আগে পরামর্শ দেন বিদেশে কোনও সফরের আগে সেই দেশে ভারতের এ দল পাঠাতে। সেই প্রথা মেনে চলতি মাসেই প্রিয়াঙ্ক পাঞ্চালের নেতৃত্বে ভারতের এ দল প্রোটিয়াদের দেশে যাচ্ছে তিনটি ম্যাচ খেলতে। ওই সফরের দল ঘোষণা হয়েছিল ভারতের টি ২০ সিরিজের দল ঘোষণার দিনেই। সেই দলে প্রথমে হনুমা বিহারী ছিলেন না, গতকাল তাঁকে ওই দলে রাখা হয়েছে।
বিসিসিআইয়ের তরফে জানা যাচ্ছে, হনুমা ও পৃথ্বী শ-র দিকে নজর থাকবে নির্বাচকদের। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে যেহেতু বেশি ক্রিকেটার রাখা যাবে তাই এই দুজন ক্রিকেটার যদি এ দলের হয়ে সফল হন তাহলে তাঁদের টেস্ট দলেও রাখা হবে। শুভমান গিলকেও প্রয়োজনে মিডল অর্ডারে খেলানোর ভাবনা রয়েছে নির্বাচকদের। অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা সম্প্রতি ধারাবাহিকতা দেখাতে পারছেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রাহানে ক্যাপ্টেন, পূজারা ভাইস ক্যাপ্টেন। তাঁরা ব্যর্থ হলে বিকল্প হিসেবে হনুমা, পৃথ্বী, এমনকী শ্রেয়স আইয়ারকেও তৈরি রাখা হবে। শ্রেয়সের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই। তবে টেস্ট দলে চমক জয়ন্ত যাদব। ২০১৬ সালে অভিষেকের পর ২০১৭ সালে শেষ টেস্ট খেলেছেন হরিয়ানার এই স্পিনার। তাঁকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে রাখা হয়েছে। যদিও রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল থাকায় তাঁর প্রথম একাদশে আসার সম্ভাবনা নেই। এ দলে দেখে নেওয়া হবে বাবা অপরাজিতকে, এমনকী উমরান মালিককেও যিনি আইপিএলে দ্রুততম বলটি করেছিলেন।