রাস্তার ধারে ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে করোনা টিকা, যোগী সরকারের চাপ বাড়াল উন্নাওয়ের প্রতারণা চক্র

রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে করোনা টিকা। করোনা ভাইরাসের টিকা না নিয়েই ম্যাসেজ পাচ্ছেন সাধারণ মানুষ। উত্তর প্রদেশের উন্নাওয়ের ফাঁস ভুয়ো করোনা টিকাকরণে চক্র। উন্নাওয়ের মিঞাগঞ্জ এলাকায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গিয়েছে প্রায় ৩০০০ করোনা টিকা। কোনও করোনা টিকাই কোল্ড স্টোরেজে রাখা হয়নি। রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল।

সামনেই উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে করোনা টিকাকরণ নিয়ে উন্নাওয়ে এই কাণ্ডে রীতিমত অস্বস্তিতে পড়েছে যোগী সরকার। নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ প্রশাসন। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে টিকাগুলি পাঠানো হয়েছিল। স্থানীয় বিজেপি বিধায়ক বামবালাই দ্বারকা জানিয়েছেন, সরাসরি মুখ্যমন্ত্রী দফতরে খবর পৌঁছে গিয়েছে। এই ঘটনা নিয়ে তথ্য তলব করেছে মুখ্যমন্ত্রীর দফতর। যাঁরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন স্বাস্থ্য কেন্দ্রে করোনা টিকা নজরদারির দায়িত্বে যিনি ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি মুখ্যস্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন এরকম কোনও ঘটনা সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই। কীভাবে করোনা টিকার বাক্সগুলি বাইরে গেল সেসম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি কেবল সুপারিন্টেন্ডের অর্ডার ফলো করেছেন। রানি নামে ওই স্বাস্থ্যকর্মী জানিয়েছেন আহমেদ নামে সুপারিন্টেন্ট প্রায়ই তাঁকে হুমকি দিতেন। এবং করোনা টিকা নিয়ে তাঁর মত যদি কাজ করা না হয় তাহলে তিনি গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারবেন বলে হুমকি দিতেন। সেই হুমকির ভয়েই তিনি কাজ করতেন বলে জানিয়েছেন।

উন্নওয়ের সেই গ্রামে একের পর এক বাসিন্দার মোবাইল ফোনে আসতে শুরু করেছিল করোনা টিকা প্রাপ্তির ম্যাসেজ। সেই মেসেজ পেয়েই গ্রামবাসীদের সন্দেহ হয়। কারণ তাঁদের অনেরই তখন করোনা টিকাকরণ হয়নি। তারপরেও কী করে তাঁদের মোবাইলে ম্যাসেজ এলো এই নিয়ে অভিযোগ জানান পুলিশকে। অভিযোগকারীরা জানিয়েছে টিকা নিতে পৌঁছনোর আগেই তাঁক মোবাইলে টিকা নেওয়ার মেসেজ এসে গিয়েছিল। এদিকে মোদী সরকার করোনা টিকাকরণে কোনও রকম গলদ দেখতে চাইছেন না। ১০০ কোটির টিকাকরণ শেষ হয়ে গিয়েছে গোটা দেশে। এই বছরের মধ্যে দেশের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে মরিয়া হয়ে উঠেছে মোদী সরকার। সেই লক্ষ্যে এগোনোর জন্য সব রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে বিজেপি শাসিত উত্তর প্রদেশে এই ঘটনায় অস্বস্তি বেড়েছে মোদী সরকারেরও তাতে কোনও সন্দেহ নেই।

More UNNAO News  

Read more about:
English summary
Unno fake vaccination racket