বৃষ্টির পূর্বাভাস
গত কয়েকদিন ধরে লাগাতার দেশের একপ্রান্ত ভিজেছে বৃষ্টিতে। লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত চেন্নাই। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস। আজ শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ। এখনও রোদের দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে ফের একবার বৃষ্টির পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। বিশেষ করে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস সদেওয়া হয়েছে। এছাড়াও হাওড়া, কলকাতা এবং দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনাতে বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
কেন বৃষ্টিপাত?
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, নতুন করে নিম্নচাপ তৈরির ফলে এই বৃষ্টির পরিস্থিতি। বিশেষ করে পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা। যদিও এই নিম্নচাপের কারনেই আগামী ৪৮ ঘন্টায় উপকূলবর্তী এলাকা সহ রাজ্যের একাধিক জায়গাতে বৃষ্টি হবে পূর্বাভাস। যদিও আবহাওয়াবিদরা বলছেন নিম্নচাপটি শক্তিশালী হলে সেটি তামিলনাড়ু উপকূলের দিকে এগবে
তাপমাত্রা বাড়বে
নিম্নচাপের কারনে ব্যাপক ভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বেলা বাড়তেই গরম লাগবে। আলিপুর হাওয়া অফিস বলছে, আন্দামান সাগর এবং পূর্ব বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপের কারনে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকেছে। আর সেই কারনেই এই তাপমাত্রা বৃদ্ধি। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাড়লো সর্বোচ্চ তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 31 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস।
সোমবার থেকেই পরিস্থিতির উন্নতি
আগামী ৪৮ ঘন্টা রাজ্যে এই পরিস্থিতি বজায় থাকলেও সোমবার থেকে বদলাতে থাকবে অবস্থা। কেটে যাবে নিম্নচাপের প্রভাবও। আর এরপর থেকে ফের একবার তাপমাত্রা কমতে শুরু করবে বলে। তবে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে পূর্বাভাসে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।