ব্যাট দিয়ে হাত ভেঙে টি ২০ বিশ্বকাপ ফাইনাল ও ভারত সফরে নেই নিউজিল্যান্ডের তারকা

টি ২০ বিশ্বকাপের ফাইনালে রবিবার দুবাইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যারাই জিতবে তারাই প্রথমবার টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে। যদিও ফাইনালের আগে বড় ধাক্কা খেল কেন উইলিয়ামসনের দল। নিউজিল্যান্ড ফাইনালে পাবে না নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার ডেভন কনওয়েকে। তবে তাঁর বিকল্প হিসেবে নতুন কাউকে নেওয়া হচ্ছে না। প্রথন একাদশে ঢুকবেন টিম সেইফার্ট।

বুধবার আবু ধাবিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রাথমিক বিপর্যয়ের মুখে পড়েছিল নিউজিল্যান্ড। ১৩ রানে ২ উইকেট পড়ে যাওয়ার পর দলের ভিত শক্ত করে ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের জুটি। ১৩.৪ ওভারে কনওয়ে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্প আউট হন। ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৪৬ রান করেছিলেন। এরপরই বিপত্তি ঘটান নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার। জিমি নিশাম ও ড্যারিল মিচেলের বিস্ফোরক ব্যাটিং নিউজিল্যান্ডকে প্রথমবার টি ২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিলেও সেই ঐতিহাসিক ম্যাচ থেকে ছিটকে গেলেন নিশাম।

স্টাম্প আউট হওয়ার পর এমনভাবে ব্যাট ঘুরিয়ে হতাশা ব্যক্ত করতে চেয়েছিলেন কনওয়ে, তাতে তাঁর ডান হাত ভেঙেছে। এক্স-রে-র পর দেখা গিয়েছে কব্জি ও আঙুলের মাঝে থাকা হাড় ভেঙেছে, চিকিৎসার পরিভাষায় যা ডান হাতের পঞ্চম মেটাকারপাল। স্বাভাবিকভাবেই এই চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় প্রচণ্ড হতাশ হয়ে পড়েছেন কনওয়ে নিজেই। তাঁকে মানসিকভাবে চাঙ্গা রাখার সবরম চেষ্টা করা হচ্ছে। ডেভনের মতো টিমম্যানের ছিটকে যাওয়ায় মন খারাপ সতীর্থ-সহ টিম ম্যানেজমেন্টেরও। তবে যে কাণ্ডটি তিনি ঘটিয়েছেন তা দুর্ভাগ্যজনক হলেও মোটেই স্মার্ট কিছু নয়।

কনওয়ে এবারের টি ২০ বিশ্বকাপে প্রথম থেকে উইকেটকিপিংও করছিলেন না। অ্যাডাম মিলনেকে প্রথম একাদশে নেওয়ার জন্য দলে ভারসাম্য ঠিক রাখতে কনওয়ে কিপিং গ্লাভস হাতে নেন। তবে তিনি ছিটকে যাওয়ায় প্রথম একাদশে প্রত্যাবর্তন হবে আইপিএলে কেকেআরে থাকা টিম সেইফার্টের। চলতি বছর লর্ডসে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করা কনওয়ের উপর ভারত সফরের টেস্ট সিরিজেও অনেক ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তাই টি ২০ সিরিজ থেকে ছিটকে গেলেও কনওয়েকে যাতে অন্তত ২৫ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে নামানো যায় তার চেষ্টা চলছে। টিম ব্লান্ডেলের সঙ্গে ভারত সফরের টেস্ট দলে কনওয়েকে দ্বিতীয় কিপার হিসেবেও ভেবে রাখা হয়েছে।

New Years in the Mount? Join Captain Kane and the BLACKCAPS at @BayOvalNZ to kick-off the international home summer with a Test series against the @BCBtigers 🏏#NZvBAN #CricketNation pic.twitter.com/pJj0i0Bggt

— BLACKCAPS (@BLACKCAPS) November 12, 2021

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
New Zealand Wicketkeeper-Batter Devon Conway Ruled Out Of The T20 World Cup Final Due To Hand Injury. He Will Miss The T20 Series Against India Also.