সাতসকালে দিঘা-নন্দকুমারে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পর পর তিনটি গাড়িকে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। ১১৬-র বি নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কা জনক। খেজুরি থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। চণ্ডীপুরের কাছে নরঘাটের সামনে দুর্ঘটনাটি ঘটে।
১১৬-বি জাতীয় সড়ক ধরে খেজুরি থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। চণ্ডীপুর থানার নরঘাটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি তিনটি গাড়িকে ধাক্কা মারে। দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন। তাঁদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চন্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে। ভর্তি করে। ৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই মৃত্যু হয়েছে ৩ জনের। দুর্ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয়েছে জাতীয় সড়কে।
পুলিশের দাবি বাসটি একটি ট্রলারকে ওভারটেক করতে গিয়েছিল। সেই সময়ই তা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। নিয়ন্ত্রণ হারিেয় প্রথমে একটি সবজির গাড়িকে ধাক্কা মারে। তারপর আরও দুই-তিনটি গাড়িতে ধাক্কা মারে বাসটি। পুলিশের অনুমান জ্ঞান হারিয়ে ফেলেছিলে বাস চালক। ফলে আরও বিপত্তি ঘটে। কেন রাস্তার ধারে ট্রলার কেন দাঁড়িয়ে ছিল সেটিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। জাতীয় সড়ককে যানজট মুক্ত করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ কপরছে পুলিশ। সাতসকালে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় রীতিমত উদ্বেগ বেড়েছে। সড়ক নিরাপততা নিয়ে উদ্বেগে রয়েছেন বাসিন্দারা।