Shocking visual from #Lucknow
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) November 10, 2021
Man posted as secretary in the minority welfare department is caught physically forcing himself on ad-hoc woman employee. FIR lodged in Hussainganj police station.
The video was shot by victim. Have blurred to safeguard her identity. pic.twitter.com/vt2a7ZDsbW
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার
সোশ্যাল মিডিয়ায় শ্লীলতাহানির ভিডিও শেয়ার করেছেন সাংবাদিক অরবিন্দ চৌহান। সেখানে তিনি জানিয়েছেন সংখ্যালখু উন্নয়ন দফতরের সহসচিব পদমর্যাদার আধিকারিক সহকর্মীর ওপরে শারীরিক প্রভাব খাটাচ্ছেন। যা নিয়ে হুসেনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত মহিলাই এই ছবি তুলেছেন।
The first part of the earlier video. The victim made every attempt to save herself. She broke down as one can see in the video.
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) November 10, 2021
Hopefully strong action will be taken.#Lucknow pic.twitter.com/5jeYKmOo8O
বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন ওই মহিলা সহকর্মী
ভিডিওতেই দেখা গিয়েছে, ইচ্ছা রাম যাদব মহিরা সহকর্মীর ওপরে জোর খাটানোর চেষ্টা করছেন, আর ওই মহিলা তা বারে বারে বাধা দিয়ে যাচ্ছেন। এরপরেই ইচ্ছারামকে দেখা যাচ্ছে তিনি দেওয়ালের এক কোণে ওই মহিলা সহকর্মীকে চেপে ধরেছেন।
অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা
এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ইচ্ছা রাম যাদবের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ এবং ২৯৪ ধারায় ২৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। নেটিজেনরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী যএাগী আদিত্যনাথকে। তাঁদের অভিযোগ রাজ্যকে জীবন্ত নরকে পরিণত করা হচ্ছে।
অবশেষে গ্রেফতার
যদিও শেষ পর্যন্ত প্রশাসন ইচ্ছারাম যাদবকে গ্রেফতার করতে বাধ্য হয়। এখন দেখায় আইন অনুযায়ী অভিযুক্ত আদৌ কোনও শাস্তি পান কিনা।