যোগী রাজ্যে অফিসেই সহকর্মীর শ্লীলতাহানি করে গ্রেফতার সহসচিব পদমর্যাদার অফিসার, ভিডিও হল ভাইরাল

উত্তর প্রদেশে (Uttar Pradesh) সহসচিব পদ মর্যাদার অফিসারের (officer) বিরুদ্ধে সহকর্মীর শ্লীলতাহানির (molestation) অভিযোগ। যা ক্যামেরায় ধরাও পরে। লখনৌ থানায় অভিযোগ দায়েরের পরে ওই আধিকারিক ইচ্ছারাম যাদবকে (Ichcha Ram Yadav) গ্রেফতার করেছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার

সোশ্যাল মিডিয়ায় শ্লীলতাহানির ভিডিও শেয়ার করেছেন সাংবাদিক অরবিন্দ চৌহান। সেখানে তিনি জানিয়েছেন সংখ্যালখু উন্নয়ন দফতরের সহসচিব পদমর্যাদার আধিকারিক সহকর্মীর ওপরে শারীরিক প্রভাব খাটাচ্ছেন। যা নিয়ে হুসেনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত মহিলাই এই ছবি তুলেছেন।

বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছেন ওই মহিলা সহকর্মী

ভিডিওতেই দেখা গিয়েছে, ইচ্ছা রাম যাদব মহিরা সহকর্মীর ওপরে জোর খাটানোর চেষ্টা করছেন, আর ওই মহিলা তা বারে বারে বাধা দিয়ে যাচ্ছেন। এরপরেই ইচ্ছারামকে দেখা যাচ্ছে তিনি দেওয়ালের এক কোণে ওই মহিলা সহকর্মীকে চেপে ধরেছেন।

অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা

এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ইচ্ছা রাম যাদবের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ এবং ২৯৪ ধারায় ২৯ অক্টোবর মামলা দায়ের করা হয়। নেটিজেনরা অবশ্য সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী যএাগী আদিত্যনাথকে। তাঁদের অভিযোগ রাজ্যকে জীবন্ত নরকে পরিণত করা হচ্ছে।

অবশেষে গ্রেফতার

যদিও শেষ পর্যন্ত প্রশাসন ইচ্ছারাম যাদবকে গ্রেফতার করতে বাধ্য হয়। এখন দেখায় আইন অনুযায়ী অভিযুক্ত আদৌ কোনও শাস্তি পান কিনা।

প্রশ্নের উত্তর এড়িয়ে চিঠি! শিল্প সম্মেলন নিয়ে অমিত মিত্রকে ফের ৫ প্রশ্নবাণ জগদীপ ধনখড়েরপ্রশ্নের উত্তর এড়িয়ে চিঠি! শিল্প সম্মেলন নিয়ে অমিত মিত্রকে ফের ৫ প্রশ্নবাণ জগদীপ ধনখড়ের

More MOLESTATION News  

Read more about:
English summary
Under secretary level officer named Ichcha Ram Yadav arrested in Uttar Pradesh after caught sexually assaulting woman colleague on camera.