উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ নভেম্বর শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। তবে এর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিনে রাতের তাপমাত্রে ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১২ নভেম্বর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াও শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৩ নভেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়াও শুকনো থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৮.৩)
বালুরঘাট (১৪.৪)
বাঁকুড়া (১৭.৩)
ব্যারাকপুর (১৮.২)
বহরমপুর (১৮.৪)
বর্ধমান (১৭)
ক্যানিং (১৯.৪)
কোচবিহার (১৩.৬)
দার্জিলিং (৯.৪)
দিঘা (১৮.১)
কলকাতা (১৯.৭)
মালদহ (২০.৫)
পানাগড় (১৭.৫)
পুরুলিয়া (১৬.১)
শিলিগুড়ি (১৪.৯)
শ্রীনিকেতন (১৬.৯)
তামিলনাড়ু-অন্ধ্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত
দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকা নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যার প্রভাব পড়েছে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। আবহাওয়া দফতরের তরফ থেকে এই দুই রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এবং কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। একইসঙ্গে ঘন্টায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ১৩ নভেম্বর নাগাদ অপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায়। তা পরবর্তী ৪৮ ঘন্টায় আরও সক্রিয় হবে।