বাংলায় পলিটিক্যাল ডিগবাজির আমদানি মমতার! বাণিজ্য সম্মেলনের নামে মোচ্ছব, বিস্ফোরক অধীর
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে মোচ্ছব করার অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তাঁর প্রশ্ন ১০ বছরে কেন কোনও শিল্প হয়নি, তাপ জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়ার ঘটনাকে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় পলিটিক্যাল ডিগবাজি আমদানি করেছেন বলে কটাক্ষ করেছেন।

বাণিজ্য সম্মেলনের নামে মোচ্ছব
রাজ্যপাল রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছেন, গত পাঁচটি বিশ্ব বাণিজ্য সম্মেলনে কত বিনিয়োগ এসেছে, কোথায় বিনিয়োগ হয়েছে, কত জন চাকরি পেয়েছেন। এব্যাপারে অধীর চৌধুরী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দম থাকলে এব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করুন। রাজ্যের মানুষের করের টাকায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে মোচ্ছব করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বঙ্গে ১২ থেকে ১৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা। এই টাকা কোথায় বিনিয়োগ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি কটাক্ষ করে বলেন, শিল্পকে কুমীরের ছানার মতো দেখানো হচ্ছে। কেন গত ১০ বছরে শিল্প হয়নি প্রশ্ন করেন তিনি।

পলিটিক্যাল ডিগবাজির আমদানি মমতার
এদিন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, বাংলায় পলিটিক্যাল ডিগবাজি আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ডিগবাজি ভবিষ্যতের দেখা যাবে। বিজেপি যদি কিছু দিতে পারত, তাহলে এই দল ছাড়ার ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেন, বিজেপি-তৃণমূল উভয়েই রাজনৈতিক শিকারে বিশ্বাসী। এক্ষেত্রে তৃণমূলকে চোরাশিকারী বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপিতে এখন তিনি কিছুই পাবেন না, তাই কেটে পড়া, শ্রাবন্তীকে নিয়ে এমনটাই মন্তব্য অধীর চৌধুরীর।

তৃণমূল সার্কাস পার্টি, শুরু হয়েছে মুশল পর্ব
বুধবার বড়ঞায় রাজ্যের মন্ত্রী ও বিধায়কের ওপরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে অধীর চৌধুরী বলেন, তৃণমূল হল সার্কাস পার্টি। তাদের মধ্যে মুষল পর্ব শুরু হয়েছে। তিনি বলেন, এত নেতা, এত পদ, এত টাকা, এর তো একটা বিস্ফোরণ হবেই। তিনি বলেন, একটি রাজনৈতিক দলের যদি সংস্কৃতি হয় লুটে খাব, তাহলে তাদের মধ্যে মারামারি হবে নাতো কি কোলাকুলি হবে?

ব্রিজ তৈরির দাবিতে সভায় বাধা প্রশাসনের
কান্দি মহকুমায় দ্বারকা নদীর ওপরে রণগ্রাম ব্রিজ নতুন করে করার দাবিতে সভা করতে চায় প্রদেশ কংগ্রেস। প্রমাণ দেখিয়ে অধীর চৌধুরী অভিযোগ করেন, করোনা বিধি মেনে পদযাত্রা করে সভার জন্য কান্দির মহকুমাশাসক প্রথমে অনুমতি দিলেও, তা বাতিল করা হয়েছে।