বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। অসাধারণ খেলেও হার স্বীকার করতে হয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ডকে। এবার কিউই বাহিনীর সেই জয়ের পরই প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন ও বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। উইলিয়ামসনদের প্রশংসা করে বললেন, 'দলে একজনও সুপারস্টার নেই,তবে ১১ জন শক্তপোক্ত খেলোয়াড় আছেন'।
বুধবার আবু ধাবিতে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুতে বাটলার-বেয়ারস্টো এবং শেষে মঈন আলির ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৭ রান তুলেছিল ব্রিটিশরা। জবাবে শুরুটা ভাল হয়নি। মার্টিন গপ্তিল, কেন উইলিয়ামসনের মতো দুই অভিজ্ঞ ব্যাট তাড়াতাড়ি ড্রেসিংরুমে ফিরেছিলেন ইংল্যান্ডের হাসি চওড়া করে। তবে এরপরেই অ্যান্টি ক্লাইম্যাক্স। দলকে কার্যত একা টানলেন ড্যারেন মিচেল। কনওয়ে এবং শেষে নিশামের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ বের করল নিউজিল্যান্ড। চাপের মুখে এহেন পারফরমেনসকে স্বাভাবিকভাবেই স্যালুট করছে গোটাবিশ্ব।
বাদ যাননি ক্রিকেট ঈশ্বর সচিনও। সোশ্যালমিডিয়ায় তিনি লেখেন, 'অসাধারণ একটি ক্রিকেট ম্যাচ। আরও একবার নিউজিল্যান্ড মনের পাশাপাশি ম্যাচ জিতল। কনওয়ে এবং নিশামকে সঙ্গে নিয়ে অসাধারণ ইনিংস খেলল মিচেল। বাউন্ডারি লাইনে বেয়ারস্টোর ফিল্ডিং দেখে ২০১৯ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনাল মনে পড়ে যাচ্ছিল।' প্রশংসায় ভরিয়ে দেন একদা শচীনের ওপেনিং পার্টনার বীরেন্দ্র সেহওয়াগও। বীরু লেখেন, 'এখনও অবধি এই বিশ্বকাপের সেরা ম্যাচ। অভাবনীয় ড্যারেন মিচেল। জিমি নিশামই গেম চেঞ্জার। নিউজিল্যান্ড এক কথায় অসাধারণ। ফাইনালে ওঠার জন্য অভিনন্দন।'
একইভাবে ড্যারেন মিচেল, জিমি নিশামে মজেছেন অন্যান্য ভারতীয় ক্রিকেটাররাও। ভিভিএস লক্ষ্মণ, ওয়াসিম জাফর, ইরফান পাঠান তো আছেনই। নিউজিল্যান্ডকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করতে দেখা গিয়েছে ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনকেও।
চলতি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে শুরু থেকেই নিজেদের দাপট ধরে রেখেছে নিউজিল্যান্ড। বিরাট কোহলিদের অল্প রানে বেঁধে নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছেন কেনরা। আইপিএল থেকেই ভালো ফর্মে রয়েছেন নিউজিল্যান্ডের প্লেয়াররা। মাঠে তাদের পজিটিভ মনোভাব বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে সমর্থকদেরও৷ অনেক তো ধরেই নিয়েছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল নিউজিল্যান্ড বনাম পাকিস্তান হতে চলেছে৷ এখন দেখার এবার বাইশগজে কার আধিপত্য থাকে৷