সোনার দাম ফের পতনমুখী! ১০ কলকাতায় দর একনজরে

নভেম্বরের ১০ তারিখে ফের একবার সোনার দাম হু হু করে নামতে শুরু করে দিয়েছে। এর আগে গতকালও সোনার দামে স্তিমিত গতি নজরে আসে। এদিকে, এর আগে ২০২১ সালে সোনার দাম হু হু করে উর্ধ্বমুখী হতে থাকে। ৫৬ হাজারের ঘরে চলে যায় সোনার দাম। সেই জায়গা থেকে এদিন কার্যত নিচে যেতে দেখা যায় সোনালী ধাতুকে। ১০ নভেম্বর সোনার দাম কোথায় গিয়েছে একনজরে দেখে নেওয়া যাক। সোনার ও রুপোর ফিউচার মূল্য কোনদিকে গিয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক।

সোনার দাম

সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ফের একবার নিম্নমুখী হয়ে যাচ্ছে। ডিসেম্বরের ফিউচার মূল্যে সোনার দাম মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রামে ৫৭ টাকা পড়েছে ১০ নভেম্বর। ফলে ১০ গ্রামের নিরিখে সোনার দাম ০.১২ শতাংশ পড়েছে এদিন ডিসেম্বরের সোনার ফিউচার মূল্যের নিরিখে। ১০ গ্রামে সোনার দাম ৪৮,২৪৮ টাকা হয়েছে। এদিন , বিশ্ব বাজারে ডলারের দাম বেশ পোক্ত পরিস্থিতিতে থাকে। মার্কিন মুদ্রাস্ফীতি নিয়ে যখন বিনিয়োগকারীরা উদ্বিগ্ন তখনই ফেডারাল রিজার্ভ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে।

রুপো দাম

বুধবার সোনার দামের পাশাপাশি রুপোর দাম এদিন মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কিন্তু উর্ধ্বমুখী রয়েছে। সিলভার ফিউচার ২১৫ টাকা প্রান্তিক বৃদ্ধিতে দেখা গিয়েছে। ফলে ০.৩৩ শতাংশ বাড়তে শুরু করে দিয়েছে রুপোর দাম, ৩ ডিসেম্বর রুপোর দাম যে ম্যাচিউর করে যাচ্ছে তাতে ৬৪,৭০০ টাকা দাম দাঁড়িয়েছে প্রতি কেজি।

কলকাতায় সোনার দাম

এদিন , কলকাতায় সোনার দাম পাকা সোনার হিসাবে ১ গ্রামে ২৪ ক্যারেটে ৪৮৮০ টাকা হয়েছে। ১০ গ্রামে পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৪৮৮০০ টাকা। গহনার সোনার দাম ১ গ্রামে ২২ ক্যারেটে ৪৬৩০ টাকা। হলমার্কের সোনার দাম ২২ ক্যারেটে ১ গ্রামে ৪৭০০ টাকা। ১০ গ্রামে দাম ৪৭০০০ টাকা।

সোনার দাম অন্যান্য শহরে

চেন্নাইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৫,৪৫০ টাকা হয়েছে। ২৪ ক্যারেটে দাম ৪৯,৫৮০ টাকা হয়েছে। মুম্বইতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,২৫০ টাকা হয়েছে, ২৪ ক্যারেটে ৪৮,২৫০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৭,৩৫০ টাকা, ২৪ ক্যারেটে ৫১,৭০০ টাকা হয়েছে।

(তথ্য সূত্র -গুড রিটার্নস)

আগামী দিনে সোনা কেনার শুভ দিন

নভেম্বর মাসে সোনা কেনার শুভ দিন জ্যোতিষ মতে--
১২ নভেম্বর সকাল ৯ টা ৫৪ মিনিট থেকে দুপুর ৩টে ০৭ মিনিট, বিকেল ৪ টে ৩২ মিনিট থেকে সন্ধ্যে ৬ টা ০৬ মিনিট। ১৯নভেম্বর ৭ টা ১৮ মিনিট ১ টা ১২ মিনিট ৩ টে ৪০ মিনিট থেকে ৭ টা ৩৬ মিনিট। ২১ নভেম্বর ৯ টা ১৮ মিনিট -১ ০৫ মিনিট ২:৩১ মিনিট থেকে ৭: ২৮ মিনিট। ২৩ নভেম্বর ৩ টে ৪৯ মিনিট থেকে ৭ টা ২০ মিনিট। ২৫ নভেম্বর ৭ টা ২৩ মিনিট থেতে ৯ টা ২ মিনিট, ১১ টা ০৭ মিনিট থেকে ৩ টা ৪১ মিনিট , বিকেল ৫ টা ১৬ মিনিট থেকে ৮ টা ১২ মিনিট। ২৫ নভেম্বর ৭ টা ২৩ মিনিট ০৯ টা ১০ মিনিট, ১১ টা ০৭ মিনিট থেকে ৩ টে ৪১ মিনিট, ৫ টা ১৬ মিনিট থেকে ৮ টা ১২ মিনিট। ৩০ নভেম্বর ৭ টা ২৭ মিনিট থেকে ১২ ছ২৯ মিনিট, ১ টা ৫৭ মিনিট থেকে ৬:৫২ মিনিট।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More GOLD News  

Read more about:
English summary
Gold Price on November 11, 2021 of Kolkata and other cities in India.
Story first published: Wednesday, November 10, 2021, 15:11 [IST]