মুখ্যমন্ত্রীর দশভূজা হতে আর একটু বাকি! তৃতীয় জমানায় যে ‘রূপে’ সজ্জিতা মমতা

এবার দশভূজা দেবী দুর্গার আরাধনায় বহু মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখচ্ছবি ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা রূপে দেখতে বেশ পছন্দ করেন। কিন্তু তৃতীয় জমানায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনও দশভূজা হয়ে উঠতে পারলেন না। তবে মুখ্যমন্ত্রীর দশভূজা হয়ে উঠতে আর একটু বাকি রয়ে গেল।

মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টভূজা

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভায় রদবদল করেছেন। অমিত মিত্রর বদলে রাজ্যের অর্থমন্ত্রী হয়েছেন তিনি নিজেই। এর ফলে মুখ্যমন্ত্রিত্ব বাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দফতর সংখ্যা হয়ে গেল ৮। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টভূজা হয়ে গেলেন অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে। মুখ্যমন্ত্রিত্ব ধরলে মমতার দশভূজা হতে আর একটি দফতর বাকি। অদূর ভবিষ্যতে তা পূরণ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রশাসনিক দায়িত্বে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় মানেই কঠোর পরিশ্রম। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই কাজ। কোনও কাজেই তাঁর অনীহা নেই। রাজনৈতিক জীবনে তিনি কঠোর আন্দোলন করেছেন। আর ২০১১ সালে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর তিনি নিজেকে ডুবিয়ে দিয়েছেন কাজে। তাঁর কাঁধে যত বড় দায়িত্ব চাপুক না কেন, তিনি পিছপা হন না তা নিতে।

মমতার হাতে থাকা ৮ দফতর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অর্থ দফতর ছাড়াও রয়েছে স্বরাষ্ট্র দফতর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতর, কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর এবং ই-গভর্ন্যান্স দফতরও রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে।

মমতার ডানহাত-বাঁহাত যাঁরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে সমস্ত দফতর রয়েছে, তার প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, ইন্দ্রনীল সেন প্রমুখ। আর মুখ্যমন্ত্রী দশভূজার মতো সমস্ত দফতরের কাজ হ্যান্ডেল করছেন এঁদের সহায়তায়। তাঁর সঙ্গে দফতরের সচিব, সর্বোপরি মুখ্যসচিব তো রয়েছনই, রয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্রের মতো দুই প্রথিতযশা উপদেষ্টা। তাঁদের পরামর্শ মেনে তিনি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। নতুন নেওয়া অর্থ দফতরের প্রতিমন্ত্রী করেছেন চন্দ্রিমা ভট্টাচার্যকে।

শিল্পায়নের লক্ষ্যে জমি-নীতি সরলীকরণ রাজ্যে, বিনিয়োগ টানতে উদ্যোগ মমতার সরকারেরশিল্পায়নের লক্ষ্যে জমি-নীতি সরলীকরণ রাজ্যে, বিনিয়োগ টানতে উদ্যোগ মমতার সরকারের

আর যে দফতর বণ্টন রাজ্যে

মমতা বন্দ্যোপাধ্যায় সামলাচ্ছেন আট-আটটি দফতর। তাঁর হাতে থাকা দফতরগুলি ছাড়াও মঙ্গলবার তিনি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত দফতরের দায়িত্ব তুলে দিয়েছেন পুলক রায়ের হাতে। বেচারাম মান্নাকে পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী করেছেন। মানস ভুঁইয়াকে দিয়েছেন অসুস্থ সাধন পান্ডের হাতে থাকা ক্রেতা সুরক্ষা দফতর। শিল্প পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শশী পাঁজাকে দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্ব।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More MAMATA BANERJEE News  

Read more about:
English summary
Chief Minister Mamata Banerjee takes extra charges of eight department of state cabinet
Story first published: Wednesday, November 10, 2021, 13:31 [IST]