কোহলির দুঃসময় অব্যাহত, বিশ্বের ব্যাটারদের তালিকায় বিরাট পতন! উত্থান রোহিত-রাহুলের

টি ২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে বিরাট কোহলির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজেও তিনি খেলবেন না। সবমিলিয়ে বিরাট কোহলির পক্ষে এখন বিশ্বের টি ২০ ব্যাটারদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে থাকাটাই চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। চার ধাপ নেমে তিনি এখন চলে এসেছেন আটে।

বিরাটের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন ফর্মে থাকা জস বাটলার। যদিও ভারতের টি ২০ দলের নতুন সহ অধিনায়ক লোকেশ রাহুল আজ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে রয়েছেন পঞ্চম স্থানে। রোহিত শর্মারও উত্থান ঘটেছে, ভারতের নতুন টি ২০ অধিনায়ক রয়েছেন ১৫ নম্বরে।

ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উত্থান হয়েছে এইডেন মার্করামের। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারানোর পরও বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ওই ম্যাচে মার্করাম ২৫ বলে ৫২ রান করেছিলেন। সেই সুবাদে ব্যাটারদের তালিকায় তিন ধাপ উঠে তিনি চলে এসেছেন তৃতীয় স্থানে, তাঁর রেটিং পয়েন্ট ৭৯৬। শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তাঁর রেটিং পয়েন্ট ৮৩৯। দ্বিতীয় স্থানে ডেভিড মালান (৮০০)। এক ধাপে নেমে চারে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৩২), তাঁর পর রয়েছেন লোকেশ রাহুল (৭২৭)। এক ধাপ নেমে গিয়েছেন পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ান (৭১৮), রয়েছেন ষষ্ঠ স্থানে। ডেভন কনওয়ে (৭০০) সপ্তম স্থান ধরে রেখেছেন। বিরাট কোহলি (৬৯৮)-র নীচেই রয়েছেন জস বাটলার (৬৭৪)। রাসি ভ্যান ডার ডুসেন ইংল্যান্ডের বিরুদ্ধে ঝোড়ো অপরাজিত ৯৪ রান করেছিলেন, সেই সুবাদে ছয় ধাপ উঠে তিনি ব্যাটারদের তালিকায় চলে এসেছেন দশম স্থানে।

After a strong #T20WorldCup campaign, Aiden Markram continues his climb 🧗‍♂️

Plenty of movement in the @MRFWorldwide T20I player rankings 👉 https://t.co/vJD0IY4JPU pic.twitter.com/Y7tTwgdvPM

— ICC (@ICC) November 10, 2021

বোলারদের ক্রমতালিকায় প্রথম চারটি স্থান অপরিবর্তিত রয়েছে। শীর্ষে ওয়ানিন্দু হাসারঙ্গা (৭৯৭), তারপর তাবরেজ শামসি (৭৮৪), আদিল রশিদ (৭২৭) ও রশিদ খান (৭১০। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা (৭০৯) এক ধাপ উঠে এসেছেন পঞ্চম স্থানে, এক ধাপ নেমে ষষ্ঠ স্থানে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। ১১ ধাপ উঠে অষ্টম স্থানে চলে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি তিন ধাপ উঠে রয়েছেন নবম স্থানে। এক ধাপ নেমে ১০-এ চলে গিয়েছেন ক্রিস জর্ডন। ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ১৫ নম্বরে উঠে এসেছেন। ভুবনেশ্বর কুমার ২৫ নম্বরে নেমে গিয়েছেন, রবীন্দ্র জাদেজার বোলারদের তালিকায় উত্থান ঘটলেও রয়েছেন ৮৭ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় হাসারঙ্গা রয়েছেন মহম্মদ নবি ও শাকিব আল হাসানের পর তৃতীয় স্থানে। গ্লেন ম্যাক্সওয়েল উঠে এসেছেন চারে, ওমানের জিশান মাকসুদ রয়েছেন পাঁচে। সাত ধাপ উঠে এইডেন মার্করাম সাতে, পাঁচ ধাপ উঠে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ নয়ে ও ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন রয়েছেন দশম স্থানে।

More T20 WORLD CUP News  

Read more about:
English summary
Virat Kohli Slips Four Slots To Be At 8 And KL Rahul Has Moved To Fifth Position In ICC T20 Rankings. Pakistan Captain Babar Azam Remains At Number 1 Position In The List Of Batters.