আবু ধাবিতে টি ২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যমাত্রা রাখল ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলেছে ইয়ন মর্গ্যানের দল। টি ২০ বিশ্বকাপে প্রথম অর্ধশতরান করে ৩৭ বলে ৫১ রানে অপরাজিত থাকেন মঈন আলি, মেরেছেন তিনটি চার ও দুটি ছয়। মর্গ্যান ২ বলে ৪ রানে অপরাজিত থাকেন।
We set 🇳🇿 1⃣6⃣7⃣ to win
— England Cricket (@englandcricket) November 10, 2021
Match Centre: https://t.co/EkdJf44tdT#T20WorldCup #ENGvNZ pic.twitter.com/XtYMUkSBh2
জেসন রয়ের অনুপস্থিতিতে এদিন জস বাটলারের সঙ্গে ইংল্যান্ডের হয়ে ওপেন করেন জনি বেয়ারস্টো। ৫.১ ওভারে ৩৭ রানের মাথায় ১৭ বলে ১৩ রান করে ফেরেন তিনি। অ্যাডাম মিলনের বলে বেয়ারস্টোর ক্যাচ অসামান্য দক্ষতায় তালুবন্দি করেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৪০। ৭.৩ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ৮.১ ওভারে দলের ৫৩ রানের মাথায় ফেরেন অপর ওপেনার জস বাটলার। ২৪ বলে ২৯ রান করে তিনি ইশ সোধির বলে লেগ বিফোর হন। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন ডেভিড মালান ও মঈন আলি। ১৬ ওভারের প্রথম বলে টিম সাউদির বলে ছক্কা হাঁকালেও পরের বলেই কট বিহাইন্ড হন বিপজ্জনক মালান। টি ২০-তে বিশ্বের ২ নম্বর ব্যাটার মালান চারটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৩০ বলে ৪১।
Yes Mo! 5⃣0⃣ 🏏
— England Cricket (@englandcricket) November 10, 2021
Match Centre: https://t.co/EkdJf44tdT#T20WorldCup #ENGvNZ pic.twitter.com/yaAt2JIi4B
মালান ফিরলেও দারুণ ছন্দ অব্যাহত রেখে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকেন মঈন আলি। আইপিএল ফাইনালেও তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে ২০ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। মালান আউট হওয়ার পর তিনি লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। এরই ফাঁকে টি ২০ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বাধিক রানটিও করে ফেললেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য অলরাউন্ডার। ১৮তম ওভারে অ্যাডাম মিলনের ওভারে ১৬ রান তোলেন মঈন ও লিভিংস্টোন। ১৪ ওভারে ১০০ রান পূর্ণ করেছিল ইংল্যান্ড। ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১৫০ রানে পৌঁছে যায় ৫০ ওভারের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ১৯.২ ওভারে জিমি নিশামের বলে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিভিংস্টোন, করেন ১০ বলে ১৭ ইংল্যান্ডের চতুর্থ উইকেটটি পড়ে ১৫৬ রানে।
এদিনের ম্যাচে সাতজন বোলার ব্যবহার করেন কেন উইলিয়ামসন। সাউদি সবচেয়ে বেশি ১১টি ডট বল দেন তাঁর চার ওভারে। টিম সাউদি ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট পান। ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৪০ রান খরচ করে কোনও উইকেট পাননি। অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জিমি নিশাম একটি করে উইকেট নেন। নিশাম ২ ওভারে ১৮ রান দেন। স্যান্টনার ১ ওভারে ৮ রান দিলেও তাঁকে আর আক্রমণে আনেননি কেন। ইশ সোধি চার ওভারে দেন ৩২, মিলনের চার ওভারে ইংল্যান্ড ব্যাটাররা তোলেন ৩১ রান। গ্লেন ফিলিপস দারুণ ফিল্ডিং করলেও বল করতে এসে ১ ওভারে দেন ১১। শেষ ওভারে নিশামের শেষ বলে ক্যাচও ফেলেন তিনি।