মমতা-শুভেন্দু কি এক টেবিলে বৈঠকে বসবেন, বিধানসভায় টানটান উত্তেজনায় শেষমেশ ইতি

দুদিন ভর বিস্তর জল্পনা চলছিল এক টেবিলে বৈঠকে কি মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার পর শুভেন্দুর সঙ্গে মমতার প্রথমবার বৈঠক সম্ভাবনায় সরগরম হয়ে উঠেছিল বিধানসভা চত্বর। কিন্তু সেই সম্ভাবনা জল ঢেলে দিলেন শুভেন্দু অধিকারী। বহু প্রতীক্ষিত মমতা-শুভেন্দু বৈঠক আপাতত হচ্ছে না। অর্থাৎ শুভেন্দু অধিকারী উপস্থিত থাকছেন না মমতার ডাকা বৈঠকে।

শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ রাজ্যের

রাজ্যে তথ্য কমিশনার নিয়োগের বিষয়ে মঙ্গলবার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়ছিল। কিন্তু পত্রপাঠ শুভেন্দু তা খারিজ করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সঠিক নিয়ম মেনে তাঁকে চিঠি দেওয়া হয়নি, সমস্ত তথ্য পরিবেশন করা হয়নি। তাই তিনি উপস্থিত থাকবেন না বৈঠকে। তিনি চিঠির জবাবে আবেদন জানাবেন সাতদিন পরে বৈঠক করতে।

মমতা-শুভেন্দু বৈঠক সম্ভাবনা বিলীন

শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে তথ্য কমিশনার পদে যাঁরা আবেদন করছেন, তাঁদের নাম এবং অন্য সব দরকারি তথ্য তাণকে আগে জানানো হয়নি। এই বৈঠকের কথা জানিয়েছে স্বরাষ্ট্র কর্মিবর্গ দফতরের সচিব বি কে গোপালিকা সোমবার তাঁকে চিঠি পাঠান। তাঁকে জবাবি চিঠিতে শুভেন্দু জানিয়ে দিয়েছেন তিনি বৈঠকে উপস্থিত থাকছেন না। অর্থাৎ মমতা-শুভেন্দু প্রতীক্ষিত বৈঠক সম্ভাবনা বিলীন হয়ে গেল।

স্পিকারের ঘরে শুভেন্দু-মমতার বৈঠক নিয়ে

শুধু সচিব বি কে গোপালিকাকে চিঠি দিয়েই ক্ষান্ত হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সম্যক বিষয়টি লিখিতভাবে অবহিত করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সাংবিধানিক কিছু পদে নিয়োগের জন্য বিধানসভার স্পিকার, মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে নিয়ে গঠিত কমিটির বৈঠক করাই নিয়ম। তথ্য কমিশনার নিয়োগের জন্য সেইরকমই বৈঠক ডাকা হয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে। স্পিকারের ঘরে শুভেন্দু-মমতার বৈঠক নিয়ে বিধানসভায় ছিল টানটান উত্তেজনাও।

শুভেন্দু অধিকারী যাবেন না, জানালেন কেন

তৃণমূল কংগ্রেসের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবং বিজেপি প্রধান বিরোধী দল হওয়ার পর এটাই এ ধরনের প্রথম বৈঠক ছিল। কিন্তু সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, নিয়মমতো সাতদিন আগে এই বৈঠকের চিঠি দিতে হয়। তাঁকে চিঠি দেওয়া হয়েছে বৈঠকের ১২ ঘণ্টা আগে। সেখানে আবেদনকারীর সমস্ত তথ্যও দেওয়া হয়নি।

শুভেন্দু অধিকারী বনাম তাপস রায় বাকযুদ্ধ

সঠিক নিয়ম মেনে চিঠি দিক সরকার পক্ষ। তিনি বৈঠকে যোগ দেবেন। বিরোধী দলনেতা হিসেবে তিনি তাঁর মত প্রকাশ করবেন। শুভেন্দু বলেন, আমরা কংগ্রেস-সিপিএম নই। সরকারি গাড়ি, নানা সুযোগ-সুবিধা ও কিছু উচ্ছিষ্টের জন্য আমরা এ সব মেনে নেব না। এর পাল্টা তাপস রায় বলেন কেন্দ্রকে আগে সাংবিধানিক রীতিনীতি মানতে বলুন, তারপর রাজ্যকে বলবেন।

কেন্দ্রের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিলেন অধীর

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লিতে সিবিআই প্রধানের নিয়োগের বৈঠক গিয়ে লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী একই অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন কেন্দ্র শুধু নিজের সিদ্ধান্তে সিলমোহর বসানোর জন্য এই বৈঠক ডেকেছে। এখন শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে সেই অভিযোগ করছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More SUVENDU ADHIKARI News  

Read more about:
English summary
Suvendu Adhikari rejects to join in meeting with CM Mamata Banerjee at Assembly of West Bengal
Story first published: Tuesday, November 9, 2021, 12:56 [IST]