শিল্প নিয়ে শ্বেত পত্র প্রকাশ করুন মমতা, ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপাল ধনখড়ের

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা জগদীপ ধনখড়ের। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন তিনি। রাজ্য সরকারকে নিশানা করেছেন তিনি। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছেন। রাজ্যপালের সঙ্গে খুব একটা সুসম্পর্ক নেই জগদীপ ধনখড়ের।

ফের রাজ্যে শিল্প সম্মেলন হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও শিল্প সম্মেলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিকবার নিশানা করেেছন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেছেন শিল্প সম্মেলনগুলিতে কতটাকা বিনিয়োগ এসেছে তার স্পষ্ট হিসেব মুখ্যমন্ত্রী দেননি। এবং যে বিনিয়োগগুলি এসেছে বলে দাবি করা হয়েছে, সেগুলি কোথায় কোথায় খরচ করা হয়েছে তারও হিসেব কেউ জানেননা। কাজেই পুরো বিষয়টি নিয়ে রাজ্যবাসীর কাছে স্বচ্ছ্ব হওয়া জরুরি রাজ্য সরকারের। তারপরেই তিনি টুইটে রাজ্য সরকারের কাছে শিল্প নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।

বিশেষভাতার মাধ্যমে আধিকারিকদের দিয়ে 'অনৈতিক' কাজ মমতার! সরকারি কর্মীদের ডিএ-ভাতার দাবিতে সরব শুভেন্দুবিশেষভাতার মাধ্যমে আধিকারিকদের দিয়ে 'অনৈতিক' কাজ মমতার! সরকারি কর্মীদের ডিএ-ভাতার দাবিতে সরব শুভেন্দু

রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ রয়েছে বলে দাবি করে গত পাঁচ বছরে একাধিকবার শিল্প সম্মেলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সম্মেলনে আম্বানিরাও এসেছেন। রিলায়েন্স জিও একািধক বিনিয়োগ করেছে রাজ্যে এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু আম্বানিরা নন একাধিক জায়গায় শিল্প এসেছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপালের দাবি সেরকম কোনও শিল্পই বঙ্গে আসেনি। কেবল মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারের সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক নেই রাজ্যপালের। একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে নিশানা করেছেন জগদীপ ধনখড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্য সরকারের কাছে একাধিকবার নিশানা করেছেন তিনি। এমনকী প্রকাশ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন তিনি। রাজ্য সরকারও প্রকাশ্যে রাজ্যপাল জগদীপ ধনখড়কে বিজেপির মুখপাত্র বলে নিশানা করেছেন। রাজ্যে বিজেপির হয়ে কাজ করছেন তিনি এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

More JAGDEEP DHANKHAR News  

Read more about:
English summary
Jagdeep Dhankhar target Mamata Banerjee